Alipurduar News: রিভারবেড চালু করার দাবিতে বিডিও অফিসের সামনে ধর্না শ্রমিকদের

Last Updated:

আলিপুরদুয়ার জেলার এক নং ব্লকের শীলতোর্ষা ও কালজানি নদীতে কাজ চালু করার দাবিতে বিক্ষোভে ফেটে পড়লেন শ্রমিকরা।বৃহস্পতিবার বিডিও অফিসের সামনে চলে ধর্না। জানা যায়,বেশ কিছুমাস ধরে নদী থেকে বালি পাথর উত্তোলন বন্ধ রয়েছে সরকারি নির্দেশ অনুসারে।

+
title=

#আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার জেলার এক নং ব্লকের শীলতোর্ষা ও কালজানি নদীতে কাজ চালু করার দাবিতে বিক্ষোভে ফেটে পড়লেন শ্রমিকরা। বৃহস্পতিবার বিডিও অফিসের সামনে চলে ধর্না। জানা যায়,বেশ কিছুমাস ধরে নদী থেকে বালি পাথর উত্তোলন বন্ধ রয়েছে সরকারি নির্দেশ অনুসারে। আশ্বাস মিলেছিল খুব শীঘ্রই চালু হবে রিভারবেডে কাজ। কয়েক মাস পেরিয়ে গেলেও খুলছে না নদীর বেডগুলো। কাজ হারিয়েছেন হাজার হাজার শ্রমিকরা। নদীর বেড বন্ধ থাকার ফলে কঠিন সমস্যায় পড়ছেন এলাকার ট্রাক,ট্রাক্টর,গাড়ির মালিকরাও।
জানা যায়, নদীর কাজ বন্ধ থাকার কারণে অনেকেই ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছেন। যারা এলাকায় রয়ে গিয়েছেন তাদের বাড়িতে থাকা মুশকিল হয়ে গিয়েছে। রিভারবেড খোলার দাবি ও বালি পাথর উত্তলন চালু করার দাবিতে বৃস্পতিবার আলিপুরদুয়ার এক নাম্বার ব্লক অফিস সামনে বিডিওকে আটকে বিক্ষোভ অবস্থান করলেন শতাধিক শ্রমিক। তাঁদের অভিযোগ, নদীতে বালি পাথর উত্তোলন করতে দিতে হবে।
advertisement
আরও পড়ুনঃ ফের গাড়ির ধাক্কায় বীরপাড়ায় মৃত্যু হল লেপার্ডের
তারা অনেকেই না খেয়ে আছেন। সংসার চলছে না। বাইরে কাজ খুঁজতে যেতে পারবেন না তারা। উল্লেখ্য এর আগেও বিডিও-র কাছে ডেপুটেশন প্রদান করেছিল এই শ্রমিকেরা। তবে কোনো সুরাহা না মেলায় আবার শতাধিক শ্রমিক বিক্ষোভে সামিল হয়েছে। তবে বিক্ষোভকারীরা সাফ জানিয়ে দেন জেলাশাসক না আসা পর্যন্ত বিক্ষোভ অবস্থান তারা তুলবে না। পরবর্তীতে আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে,বিডিও সঞ্জয় প্রধান গিয়ে তাদের সঙ্গে কথা বলে বিক্ষোভ তুলে দেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ এই প্রথম! ছাত্রাবাস গড়ে উঠছে কালচিনির নেপালি উচ্চ বিদ্যালয়ে
আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের বিডিও সঞ্জয় প্রধান জানান, "শ্রমিকদের অসুবিধা হচ্ছে সেটা জানি।কিন্তু রাজ্যের তরফে রিভারবেড বন্ধের নির্দেশ রয়েছে।ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তা তুলে নিতে বললে আবার কাজ শুরু করবেন শ্রমিকেরা।বিক্ষোভ করে কোনও লাভ হবে না।"
Annanya Dey
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: রিভারবেড চালু করার দাবিতে বিডিও অফিসের সামনে ধর্না শ্রমিকদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement