এই বিচ চা বাগান এলাকায় জল প্রকল্পের একটিও ট্যাঙ্ক নেই। বাগান কর্তৃপক্ষ প্রতিদিন সকালে শ্রমিকদের জন্য কিছুটা করে পানীয় জল দেন। কিন্তু তাতেও রয়েছে সমস্যা। পাইপ দিয়ে সেই জল এত ক্ষীণ ধারায় পড়তে থাকে যে তা দিয়ে কিছুই প্রায় হয় না এলাকাবাসীদের। বাধ্য হয়ে পার্শ্ববর্তী নদী থেকে জল আনতে হয় তাঁদের। এই জল সমস্যা চলছে ছয় মাসের বেশি সময় ধরে। চা শ্রমিকদের অভিযোগ, তাঁদের এই সমস্যা নিয়ে বিশেষ কোনও হেলদোল দেখায়নি প্রশাসন। এরফলে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর। জল ধরে রাখতে না পারার কারণে স্নান করে উঠতে পারেন না তাঁরা। প্রতিদিন প্রায় দুই কিলোমিটার রাস্তা হেঁটে গিয়ে নদী থেকে জল ভরে আনতে হয়।
advertisement
আরও পড়ুন: মিষ্টি জলে মুক্ত চাষের পাইলট প্রজেক্ট শুরু খানাকুলে
সম্প্রতি বিচ চা বাগান পরিদর্শনে এসেছিলেন কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ। তাঁকে কাছে পেয়ে সমস্ত অভিযোগ জানান শ্রমিকরা। জলের পাইপগুলি দেখেন বিডিও। তিনি জানিয়েছেন এই গ্রামে জলস্বপ্ন প্রকল্পের মাধ্যমে পানীয় জল দেওয়ার ব্যবস্থা করা হবে।
অনন্যা দে