TRENDING:

Alipurduar News: গরম পড়তে বাকি আছে, এখনই তীব্র জল সঙ্কট চা বাগানে

Last Updated:

খাতায় কলমে শীত এখনও ফুরোয়নি। কিন্তু এরই মধ্যে আলিপুরদুয়ারের বিচ চা বাগানে তীব্র আকার ধারণ করেছে পানীয় জলের সঙ্কট

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: শীত এখনও পুরোপুরি চলে যায়নি, খাতায় কলমে গ্রীষ্মকাল আসতে ঢের বাকি আছে। কিন্তু তার আগেই চা বাগান এলাকায় তীব্র হয়ে উঠেছে পানীয় জলের সঙ্কট। আলিপুরদুয়ারের বিচ চা বাগানে ইতিমধ্যেই ভয়াবহ আকার ধারণ করতে চলেছে এই জলের সঙ্কট। ফলে গরমের সময় কী হবে ভেবে আতঙ্কিত হয়ে পড়ছেন চা শ্রমিকরা।
advertisement

এই বিচ চা বাগান এলাকায় জল প্রকল্পের একটিও ট‍্যাঙ্ক নেই। বাগান কর্তৃপক্ষ প্রতিদিন সকালে শ্রমিকদের জন্য কিছুটা করে পানীয় জল দেন। কিন্তু তাতেও রয়েছে সমস‍্যা। পাইপ দিয়ে সেই জল এত ক্ষীণ ধারায় পড়তে থাকে যে তা দিয়ে কিছুই প্রায় হয় না এলাকাবাসীদের। বাধ‍্য হয়ে পার্শ্ববর্তী নদী থেকে জল আনতে হয় তাঁদের। এই জল সমস‍্যা চলছে ছয় মাসের বেশি সময় ধরে। চা শ্রমিকদের অভিযোগ, তাঁদের এই সমস্যা নিয়ে বিশেষ কোনও হেলদোল দেখায়নি প্রশাসন। এরফলে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর। জল ধরে রাখতে না পারার কারণে স্নান করে উঠতে পারেন না তাঁরা। প্রতিদিন প্রায় দুই কিলোমিটার রাস্তা হেঁটে গিয়ে নদী থেকে জল ভরে আনতে হয়।

advertisement

আরও পড়ুন: মিষ্টি জলে মুক্ত চাষের পাইলট প্রজেক্ট শুরু খানাকুলে

সম্প্রতি বিচ চা বাগান পরিদর্শনে এসেছিলেন কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ। তাঁকে কাছে পেয়ে সমস্ত অভিযোগ জানান শ্রমিকরা। জলের পাইপগুলি দেখেন বিডিও। তিনি জানিয়েছেন এই গ্রামে জলস্বপ্ন প্রকল্পের মাধ্যমে পানীয় জল দেওয়ার ব‍্যবস্থা করা হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অনন্যা দে

advertisement

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: গরম পড়তে বাকি আছে, এখনই তীব্র জল সঙ্কট চা বাগানে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল