আরও পড়ুন: ঢাকায় শিলিগুড়ির মুখ উজ্জ্বল করলেন চন্দ্রা, চাঁদের আলো শহরবাসীর মুখে
সীমান্তবর্তী এলাকাজুড়ে টহল দেন এসএসবি-র জওয়ানরা। পাশাপাশি সীমান্তে নাশকতা রোধ করার দায়িত্বও থাকে তাঁদের কাঁধে। তাঁদের এই কাজের মধ্যে অল্পবয়সী ছেলেমেয়েরা নিঃসন্দেহে অ্যাডভেঞ্চার খুঁজে পায়। ফলে মনের মধ্যে এই কাজের পদ্ধতি নিয়ে প্রচুর কৌতুহল থাকে। আর তাই বীরপাড়া লঙ্কাপাড়া বাজার হাইস্কুলের পড়ুয়াদের ভারত-ভুটান সীমান্তে এনে তাঁদের কাজ দেখালেন এসএসবি জওয়ানরা। পড়ুয়াদের সঙ্গে ছিলেন তাঁদের শিক্ষকরা। গাড়ির তল্লাশি নেওয়া থেকে শুরু করে পরিচয়পত্র যাচাই কীভাবে করা হয় সবটা তুলে ধরা হয় পড়ুয়াদের সামনে।
advertisement
এসএসবি জওয়ানদের কর্মপদ্ধতি দেখে রীতিমত আপ্লুত পড়ুয়ারা। তাদের মধ্যে অনেকেই হয়ত বড় হয়ে এই পেশাকে বেছে নেওয়ার স্বপ্ন দেখতেও শুরু করে দিয়েছে। তারা একটা বিষয় বুঝেছে, দেশকে, দেশের মানুষকে বাঁচাতে আত্মত্যাগ করতে সর্বদা প্রস্তুত থাকেন এসএসবি জওয়ানরা।
অনন্যা দে