৯ মাস বয়স থেকে ১৫ বছর পর্যন্ত সব শিশুদের এই টিকা দেওয়া হবে বিনামূল্যে। সরকারি-বেসরকারি স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্কুলছুট, ড্রপ আউট, পরিযায়ী শিশু, হোম, শেল্টার, পথশিশুদের টিকা দেওয়া হবে।হাম এবং রুবেলা ভাইরাসের টিকাকরণ নিয়ে উদ্যোগী রাজ্য। যুদ্ধ কালীন তৎপরতা নিয়ে হাম ও রুবেলা ভ্যাকসিনেশন দেওয়া শুরু করতে চায় রাজ্য স্বাস্থ্য দফতর। বিশেষ গুরুত্ব দিতে হবে চা বাগান, ইঁট ভাটা, আদিবাসী এলাকা, প্রত্যন্ত পাহাড়ি এলাকায়।
advertisement
আরও পড়ুনঃ কাপড়ের দোলনায় গলায় ফাঁস লেগে মৃত্যু এক শিশুর!
জেলাশাসকের নেতৃত্বে ডিস্ট্রিক্ট কোর গ্রুপ গঠন করা হবে। যার মধ্যে থাকবেন পুলিশ সুপার, পুলিশ কমিশনার, জেলা বিদ্যালয় পরিদর্শক, বেসরকারি চিকিৎসক, নার্সিং হোম, বেসরকারি স্কুলের প্রতিনিধিরা। এই কোর গ্রুপ রূপরেখা তৈরি করবে। প্রত্যেক সপ্তাহে দু'বার করে বৈঠক করবে গোটা ভ্যাকসিনেশন প্রক্রিয়া সফল করার জন্য। প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকদের বিশেষ দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আরও পড়ুনঃ রাভাদের বিভিন্ন খাবারের পদের সঙ্গে চিলাপাতায় পরিচিত হবেন পর্যটকরা
এই নিয়ে সব স্কুলে প্যারেন্টস টিচার্স মিটিং করতে হবে। রেল স্টেশন, বাস স্ট্যান্ড, হাসপাতাল-সহ সব জনবহুল এলাকায় প্রচুর পরিমাণে পোস্টার, ব্যানার লাগাতে হবে। প্রত্যেক স্কুলে এই ভ্যাকসিনেশন নিয়ে সচেতনতা মূলক বই, পড়ুয়া এবং অভিভাবকদের দেওয়া হবে।
Annanya Dey