Alipurduar News: কাপড়ের দোলনায় গলায় ফাঁস লেগে মৃত্যু এক শিশুর!
- Published by:Ananya Chakraborty
Last Updated:
খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢোলে পড়ল এক শিশু।ঘটনাটি শামুকতলা থানার মহাকালগুড়ি এলাকার। ঘটনার খবর চাউর হতে চাঞ্চল্য এলাকায়। জানা যায় আলিপুরদুয়ার দুই ব্লকের শামুকতলার অন্তর্গত ডাঙ্গি এলাকার বাসিন্দা নকুল দেবনাথ।
#আলিপুরদুয়ার : খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢোলে পড়ল এক শিশু।ঘটনাটি শামুকতলা থানার মহাকালগুড়ি এলাকার। ঘটনার খবর চাউর হতে চাঞ্চল্য এলাকায়। জানা যায় আলিপুরদুয়ার দুই ব্লকের শামুকতলার অন্তর্গত ডাঙ্গি এলাকার বাসিন্দা নকুল দেবনাথ। তার বয়স সাত বছর। প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া সে। মৃত্যুর সময় সে তার বাড়িতে ছিল না। আলিপুরদুয়ার দুই ব্লকের উত্তর মহাকালগুড়িতে মামাবাড়িতে ছিল ওই শিশুটি।
বিদ্যালয়ে এদিন যায়নি শিশুটি। মামার বাড়ির বারান্দায় কাপড় ঝুলিয়ে দোলনা বানিয়ে খেলছিল সে। তার দাদু এই দেখে অনেকবার বারন করেছিল তাকে। শিশুমন কোনও বাধা বোঝে না। সে যথারীতি চালিয়ে যাচ্ছিল খেলা। হঠাৎই কাপড় জড়িয়ে গলায় ফাঁস লাগে শিশুটির। শিশুটিকে এই অবস্থায় দেখে তার পরিবারের সদস্যরা তাকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
advertisement
আরও পড়ুনঃ রাভাদের বিভিন্ন খাবারের পদের সঙ্গে চিলাপাতায় পরিচিত হবেন পর্যটকরা
ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শামুকতলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। খবর পেয়ে ডাঙ্গি থেকে চলে এসেছে শিশুটির অভিভাবক। কান্নায় ভেঙে পড়েছে শিশুর মা। শিশুর দাদু জানিয়েছে, "শিশুদের মন এতটা কৌতুহলী। বারন করা সত্ত্বেও বিপদ্দজনক খেলা খেলছিল। তখনই কাপড়টা সরিয়ে নিলে এই ঘটনা ঘটত না।"
advertisement
advertisement
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারগামী ভিস্তাডোমে মিলছে না টিকিট! তৈরি হচ্ছে ওয়েটিং লিস্ট
জানা যায়, মৃত শিশুটি শান্ত স্বভাবের ছিল। দুরন্ত ছিল না। বাড়ির থেকে বেশি বের হত না। নিজের মনে খেলাধুলা করত। কাপড় নিয়ে দোলনা বানিয়ে আগেও খেলেছে সে। এমন ঘটনা ঘটেনি। প্রতিবেশিরা জানিয়েছে,পরিবারের বিষয়টি দেখা উচিত ছিল। হালকাভাবে না নিয়ে শিশুটিকে শাসন করলে এই ঘটনা ঘটত না। মৃতদেহের ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে। এই ঘটনায় অভিভাবকদের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিবেশিরা এই বিষয়ে প্রশ্ন তুলেছেন।
advertisement
Annanya Dey
Location :
First Published :
November 04, 2022 8:24 PM IST