যদিও প্রশাসনের পক্ষ থেকে জেসিবি দিয়ে কাদামাটি সড়ক থেকে সরানোর কাজ চলছে। কিন্ত তাতেও কিছু লাভ হচ্ছেনা বলে অভিযোগ স্থানীয়দের।কেননা অনবরত ভুটান পাহাড় থেকে জল ও কাদামাটি এসে জমা হচ্ছে সড়কে। প্রায় ৫০০ মিটার সড়ক কাদামাটিতে পরিপূর্ণ। এই বিষয়ে জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা জানান,\" স্থায়ী সমস্যা সমাধানের প্রয়োজন। এই বিষয়ে উদ্ধৃতন কতৃপক্ষকে জানানো হবে।\"
advertisement
আরও পড়ুনঃ হোম স্টে-র মালিকদের পাশে দাঁড়াল রাজ্য
এদিকে অনবরত বৃষ্টির জেরে রাস্তা ভেঙেছে জয়গাঁর বেশ কিছু এলাকায়।জয়গাঁর তোর্ষা চা বাগানের ফ্যাক্টরি থেকে বড় মেচিয়াবস্তি যাওয়ার রাস্তাটি ভেঙে গিয়েছে।অন্যদিকে জয়গাঁর তোর্ষা টার্নিং থেকে শহরে যাওয়ার বিকল্প রাস্তাটিও বৃষ্টির জলে ভেঙে গিয়েছে।
আরও পড়ুনঃ বৃষ্টিতে জলমগ্ন কালচিনি ব্লক, জল বইছে রাস্তার ওপর দিয়ে!
রবিবার সকালে একটি ছোটো গাড়ি আটকে যায় এই রাস্তায়।পরবর্তীতে এলাকাবাসীদের সহায়তায় গাড়িটিকে পার করে দেওয়া হয়। এলাকাবাসীদের মতে , \"রাস্তার যা পরিস্থিতি তাতে যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটবে।রাত করে এই রাস্তা ব্যবহার করা যাবে না।\"
Annanya Dey





