আলিপুরদুয়ার-১ ব্লকের শালকুমার কালীবাড়ি থেকে জলদাপাড়া জাতীয় উদ্যান যাওয়ার রাস্তার দীর্ঘ চার কিলোমিটার একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে পর্যটকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সমস্যায় পড়ছেন।
আরও পড়ুন: পথশ্রীর কাজে বাধা, গ্রামের মহিলাদের গালিগালাজ! কাঠগড়ায় দুই চাষি
জলদাপাড়া জাতীয় উদ্যানে দেশ বিদেশ থেকে বহু পর্যটক আসেন। কিন্তু রাস্তা খারাপ থাকার জন্য বেশ কিছুদিন ধরে বহু পর্যটক শালকুমার-জলদাপাড়া জাতীয় উদ্যান না ঘুরেই চলে যাচ্ছেন। এর ফলে এলাকার পর্যটন শিল্পের যেমন ক্ষতি হচ্ছে তেমনই হোটেল ব্যবসা মার খাচ্ছে।
advertisement
বর্তমান রাস্তার বেহাল পরিস্থিতির জন্য অ্যাম্বুলেন্স, ছোট গাড়ি কিছুই যাতায়াত করতে পারছে না। স্থানীয়রা এই বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। রাস্তার এই সমস্যা নিয়ে জেলা পরিষদের সহ সভাধিপতি মনোরঞ্জন দে বলেন, এই রাস্তা সরানোর টেন্ডার ইতিমধ্যেই হয়ে গিয়েছে, দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।
অনন্যা দে