Hooghly News: পথশ্রীর কাজে বাধা, গ্রামের মহিলাদের গালিগালাজ! কাঠগড়ায় দুই চাষি
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RAHI HALDAR
Last Updated:
গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তায় ইট পাতে। অভিযোগ, সেই ইট রাস্তা থেকে তুলে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। গ্রামের মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে উঠেছে।
হুগলি: বর্ষা এলেই সমস্যায় পড়তে হয় এলাকার মানুষদের। কাদা-জল মারিয়েই চলে যাতায়াত। অবশেষে দু’মাস আগে পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই রাস্তা তৈরির শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পান্ডুয়ার খন্যান জি টি রোড থেকে বাউল দাস পাড়া পর্যন্ত এক কিলোমিটার রাস্তার কাজও শুরু হয়েছিল। কিন্তু রাস্তার পার্শ্ববর্তী জমির মালিক কাজে বাধা দেন। তারপরই থেমে যায় রাস্তা তৈরির কাজ। শেষমেষ গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তায় ইট পাতে। অভিযোগ, সেই ইট রাস্তা থেকে তুলে পুকুরে ফেলে দেওয়া হয়েছছ। গ্রামের মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে উঠেছে। প্রতিবাদে সোমবার সকাল ৮ টা থেকে ৯ টা পর্যন্ত প্রায় ১ ঘণ্টা জি টি রোড অবরোধ করল বাউল দাস পাড়ার মহিলারা।
হুগলির ব্যস্ত জি টি রোড অবরোধের ফলে অফিস টাইমে ব্যাপক যানজট হয়। গ্রামবাসী গায়ত্রী বাউল দাস বলেন, জমির মালিকরা রাস্তা তৈরিতে বাধা দিচ্ছে। ঠিকাদার কাজ করতে এলে তাকেও ফিরিয়ে দেওয়া হচ্ছে। আমরা নিজেরা উদ্যোগ নিয়ে রাস্তায় ইট বিছিয়ে ছিলাম, কিন্তু সেই ইটও তুলে ফেলে দেওয়া হয়েছে। প্রতিবাদ করলে নোংরা কথা বলা হচ্ছে। আরেক গ্রামবাসী টিয়া বাউল দাস বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়েই আমরা চলাচল করি। গ্রামের দু’জন চাষি এই রাস্তা তৈরি করতে বাধা দেয়। বর্ষাকালে রাস্তা দিয়ে চলাচল করা যায় না। অবশেষে পথশ্রী প্রকল্পে এই রাস্তা তৈরি হচ্ছিল। কিন্তু সেখানেও বাধা দিল।
advertisement
advertisement
এদিকে জমির মালিকরা গ্রামবাসীদের এই অভিযোগ নিয়ে কিছু বলতে চাননি। এদিন সকালে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা। তিনি গ্রামবাসীদের আশ্বাস দেন রাস্তা তৈরি হবে। পাশাপাশি বলেন, যদি আমার দলের কোনও লোকজন গ্রামের মহিলাদের নোংরা কথা বলে থাকে তবে তার জন্য হাতজোড় করে ক্ষমা চাইছি। আগামী দিনে পথশ্রী প্রকল্পের রাস্তা যেমনভাবে হচ্ছিল ঠিক সেভাবেই হবে। এদিকে পান্ডুয়া থানার পুলিশ গিয়ে গ্রামবাসীদের বুঝিয়ে অবরোধ তোলে। তারপর আবার জি টি রোডের যান চলাচল স্বাভাবিক হয়।
advertisement
রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
May 08, 2023 7:43 PM IST