আরও পড়ুন: বর্ষার আগে তাম্রলিপ্ত মেডিকেলের নির্মাণ কাজ শেষের নির্দেশ
শুক্রবার আলিপুরদুয়ার জেলার রাইচেঙ্গা, পলাশবাড়ি, বাবুরহাট, বীরপাড়া চৌপথী এবং চেকো এলাকায় বামেদের এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালিত হয়। ব্যস্ত সময়ে টানা এক ঘণ্টা পথ অবরোধ হয়ে থাকায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় রাস্তায় গাড়ির লম্বা লাইন পড়ে যায়। নাকাল হতে হয় যাত্রীদের।
advertisement
এদিকে বামেদের এই কর্মসূচির সাধারণ মানুষের ভালোই সমর্থন পেয়েছে। কারণ জাতীয় সড়ক তৈরির কাজ দীর্ঘদিন ধরে চলায় রাস্তায় বেরিয়ে প্রতিদিনই সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এই প্রসঙ্গে এক নিত্যযাত্রী বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার কাজ বন্ধ।ফলে অসহনীয় অবস্থার মধ্যে যাতায়াত করতে হচ্ছে। রাস্ত ধুলোবালিতে ভরে গেছে। ভাঙা রাস্তার জন্য দুর্ঘটনা বাড়ছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ দ্রুত কাজ শেষ করলে তবেই একমাত্র এই পরিস্থিতি থেকে নিস্তার মিলবে বলে জানান তিনি।
অনন্যা দে