East Medinipur News: বর্ষার আগে তাম্রলিপ্ত মেডিকেলের নির্মাণ কাজ শেষের নির্দেশ
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
গত ২৯ এপ্রিল তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ পরিদর্শনে এসে নির্মাণ কাজের ভারপ্রাপ্ত এজেন্সিকে ধমক দিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি।
পূর্ব মেদিনীপুর: বর্ষা শুরু হওয়ার আগেই তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজের নির্মাণ কাজ সেরে ফেলার নির্দেশ দিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক। পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল চত্বরেই গড়ে উঠেছে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ২০২২ সালের নভেম্বর মাস থেকে এখানে শুরু হয়েছে ক্লাস। পঠন পাঠন শুরু হলেও এখনও নির্মাণ কাজ বেশ কিছুটা বাকি থেকে গেছে। সেই বকেয়া কাজই বর্ষার আগে শেষ করার নির্দেশ দিলেন জেলাশাসক।
আরও পড়ুন: অন্ধকারে ঢেকেছে গৌড়েশ্বর সেতু
গত ২৯ এপ্রিল তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ পরিদর্শনে এসে নির্মাণ কাজের ভারপ্রাপ্ত এজেন্সিকে ধমক দিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি। জানিয়েছিলেন দ্রুত নির্মাণ কাজ শেষ করতে হবে। বৃহস্পতিবার আবার তাম্রলিপ্ত মেডিকেল কলেজ পরিদর্শন করেন তিনি। সবকিছু ভাল করে খুঁটিয়ে দেখেন। এর পাশাপাশি রোগীদের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন নিয়ে একটি বৈঠক করেন। বৈঠক শেষে জেলাশাসক মেডিকেল কলেজের অসমাপ্ত নির্মাণ কাজ বর্ষার আগে শেষ করার নির্দেশ দেন।
advertisement
advertisement
জেলাশাসকের এর আগের পরিদর্শনে সময় ধমক খেয়ে নির্মাণ কাজে গতি বাড়ায় ভারপ্রাপ্ত বেসরকারি সংস্থাটি। তবে এবার বর্ষার আগে কাজ সম্পন্ন করার নির্দেশ আসায় আরও তৎপরতার সঙ্গে নির্মাণ কাজ চালাতে হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এখন দেখার শেষ পর্যন্ত বর্ষার আগে তাম্রলিপ্ত মেডিকেল কলেজের নির্মাণ কাজ শেষ হয় কিনা।
advertisement
সৈকত শী
Location :
Kolkata,West Bengal
First Published :
May 12, 2023 9:23 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: বর্ষার আগে তাম্রলিপ্ত মেডিকেলের নির্মাণ কাজ শেষের নির্দেশ