কুমারগ্রাম বিধানসভার রায়ডাক নদীর তীরবর্তী গ্রাম বলাটারি গ্রাম। জানা গিয়েছে এই এলাকায় নদীর পুরনো বাঁধ ভেঙ্গে গিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ রায়ডাক নদীতে অপরিকল্পিত খননের ফলে রায়ডাক নদী তার গতিপথ পরিবর্তন করেছে। এখনই ব্যাবস্থা না নিলে আগামীতে বলাটারি গ্রাম নদীতে বিলীন হয়ে যাবে।
আরও পড়ুন: টানা বর্ষণে উত্তাল তোর্ষা! চা বাগানে হু হু করে ঢুকছে নদীর জল
advertisement
এই বিষয়ে বিধায়ক জানান,”নদীতে পাকা বাঁধ দেওয়া জরুরি। এই বিষয়ে আগেও বিধানসভাতে জানিয়েছিলাম। এবারে কেন্দ্রে এই বিষয়ে জানাতে হবে।” লাগাতার বৃষ্টিতে জল বেড়েছে সংকোশ ও রায়ডাক নদীর। বন্যার আশঙ্কায় ঘর ছাড়ছেন কুমারগ্রামের মানুষেরা। ইতিমধ্যে কিছু এলাকায় প্রবেশ করেছে জল। নদীর জলের ভয়ঙ্কর রূপ দেখে রীতিমতো ভীত এলাকাবাসীরা। ভুটান পাহাড়ের বৃষ্টির জল এসে মিশছে এই নদীগুলোতে। কুমারগ্রাম ব্লকে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
Annanya Dey