শনিবার সকালে স্থানীয় এক বাসিন্দার সুপরি বাগানের ঝোপে ভল্লুক টি আশ্রয় নিলে, নেট দিয়ে এলাকাটি ঘিরে দেয় বন দফতরের কর্মীরা। কিন্তু ভল্লুকের আকার দেখে পরে তারা সিদ্ধান্ত নেয় সেটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করার। ভাল্লুক টিকে নিয়ে যাবার জন্য লোহার খাঁচা আনা হয়। এরপর সেটিকে ঘুম পারানি গুলি করে কাবু করে উদ্ধার করা হয়। বন দফতর সূত্রে জানা গেছে ভল্লুকটির স্বাস্থ্য পরীক্ষা করে ফের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুনঃ লাফিয়ে বেড়ানো প্রাণীদের জন্য বন দফতরের নয়া উদ্যোগ! বক্সায় তৈরি পাঁচটি ঝুলন্ত সেতু
গতকাল পানিয়ালগুড়ি গ্রামে দেখা মেলে ভল্লুকের। এই পানিয়ালগুড়ি গ্রামটি মাঝেরডাবরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। জানা যায়, সকাল এগারোটা নাগাদ একটি ভল্লুক গ্ৰামে প্রবেশ করে। ভল্লুকটি এলাকার একটি ঝোপঝাড়ে আশ্রয় নেয়। পরবর্তীতে স্থানীয়রা ভল্লুকটিকে দেখে বনদফতরে খবর দেয়। ঘটনাস্থলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা পৌছে পুরো এলাকা নেট দিয়ে ঘিরে দেয়। এরপরেও ভল্লুকটি ধরা পড়েনি। ঘুমপাড়ানি গুলি ছুড়ে অবশেষে ভল্লুকটিকে কাবু করা হয়।
Annanya Dey