TRENDING:

Alipurduar News: কুমারগ্রামে ফের দেখা মিলল প্রাপ্তবয়স্ক ভাল্লুকের! আতঙ্কিত এলাকাবাসী

Last Updated:

গতকালের পর ফের আজ লোকালয়ে ভল্লুকের দেখা মিলল। ভুটান সীমান্তের কুমারগ্রামে দেখা গেল ভল্লুকটিকে। কুমারগ্রামের মধ্য হলদিবাড়ি তে ভল্লুকটি দেখার পর শুরু হয় চাঞ্চল্য। কয়েকদিন আগেই ভুটান সীমান্তের কাছে কুমারগ্রামের নেপালি বস্তির বাসিন্দারা একটি ভল্লুক দেখতে পেয়ে বন দফতরকে খবর দেয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : গতকালের পর ফের আজ লোকালয়ে ভল্লুকের দেখা মিলল। ভুটান সীমান্তের কুমারগ্রামে দেখা গেল ভল্লুকটিকে। কুমারগ্রামের মধ্য হলদিবাড়ি তে ভল্লুকটি দেখার পর শুরু হয় চাঞ্চল্য। কয়েকদিন আগেই ভুটান সীমান্তের কাছে কুমারগ্রামের নেপালি বস্তির বাসিন্দারা একটি ভল্লুক দেখতে পেয়ে বন দফতরকে খবর দেয়। বন দফতরের কর্মীরা সেখানে গিয়ে তল্লাশি চালিয়ে ভল্লুকের দেখা না পেয়ে ফিরে আসে। তারপর শুক্রবার রাতে মধ্য হলদিবাড়ির কয়েকজন বাসিন্দা গ্রামে ভল্লুক দেখতে পেয়ে বন দফতরকে খবর দেয়। রাতে বন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ভল্লুকের উপস্থিতি বুঝতে পারলেও, সেটিকে ধরার জন্য দিনের আলো ফোঁটার অপেক্ষা করছিলেন।
advertisement

শনিবার সকালে স্থানীয় এক বাসিন্দার সুপরি বাগানের ঝোপে ভল্লুক টি আশ্রয় নিলে, নেট দিয়ে এলাকাটি ঘিরে দেয় বন দফতরের কর্মীরা। কিন্তু ভল্লুকের আকার দেখে পরে তারা সিদ্ধান্ত নেয় সেটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করার। ভাল্লুক টিকে নিয়ে যাবার জন্য লোহার খাঁচা আনা হয়। এরপর সেটিকে ঘুম পারানি গুলি করে কাবু করে উদ্ধার করা হয়। বন দফতর সূত্রে জানা গেছে ভল্লুকটির স্বাস্থ্য পরীক্ষা করে ফের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

advertisement

আরও পড়ুনঃ লাফিয়ে বেড়ানো প্রাণীদের জন্য বন দফতরের নয়া উদ্যোগ! বক্সায় তৈরি পাঁচটি ঝুলন্ত সেতু

গতকাল পানিয়ালগুড়ি গ্রামে দেখা মেলে ভল্লুকের। এই পানিয়ালগুড়ি গ্রামটি মাঝেরডাবরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। জানা যায়, সকাল এগারোটা নাগাদ একটি ভল্লুক গ্ৰামে প্রবেশ করে। ভল্লুকটি এলাকার একটি ঝোপঝাড়ে আশ্রয় নেয়। পরবর্তীতে স্থানীয়রা ভল্লুকটিকে দেখে বনদফতরে খবর দেয়। ঘটনাস্থলে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা পৌছে পুরো এলাকা নেট দিয়ে ঘিরে দেয়। এরপরেও ভল্লুকটি ধরা পড়েনি। ঘুমপাড়ানি গুলি ছুড়ে অবশেষে ভল্লুকটিকে কাবু করা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: কুমারগ্রামে ফের দেখা মিলল প্রাপ্তবয়স্ক ভাল্লুকের! আতঙ্কিত এলাকাবাসী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল