তারা কোনও প্রশিক্ষণ ছাড়াই যদি এই গুনের অধিকারী হয় তাহলে সঠিক প্রশিক্ষণ পেলে তাদের প্রতিভা আরও বিকশিত হবে বলে মনে করেছেন পবন। তাই তিনি নিয়েছেন মিউজিক ক্লাসের উদ্যোগ।
আরও পড়ুন ঃ ভোর বেলায় ঘুমিয়ে আচ্ছন্ন গোটা গ্রাম, হঠাৎ তাণ্ডব শুরু দাঁতালের
ফাঁকা মাঠ শিশুদের কোলাহলে ভরে ওঠে বিকেল হলেই। ওরা গান শিখতে ছুটে আসে এই মাঠে। মেচপাড়া চা বাগানের মাঠ এটি। গান, খেলার মাধ্যমে শিশুদের ভবিষ্যতের জন্য গড়ে তুলছেন পবন ইয়ালমো এবং তার দল।
advertisement
শুধু মেচপাড়া চা বাগান নয় ভার্ণাবাড়ি, আটিয়াবাড়ি, কালচিনি, রায়মাটাং সহ বিভিন্ন চা বাগানে বিকেলে এলাকার ছোট শিশুদের গান শেখাচ্ছেন পবনরা।
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
August 14, 2023 7:50 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: চা বলয়ের শিশুরাও গান শিখতে চায়! বিনামূল্যেই ব্যবস্থা করলেন পবন ইয়ালমো