TRENDING:

Mahakal Puja in Chilapata : পর্যটকদের জন্য খুলছে চিলাপাতা জঙ্গল, ব্যবসার সুফলের জন্য সাড়ম্বরে আয়োজিত হল মহাকাল পুজো

Last Updated:

Mahakal Puja in Chilapata : সাফারি চালক, গাইডরা পর্যটকদের সুস্থ ভাবে জঙ্গল ঘুরিয়ে নিয়ে আসতে পারেন, এই মনস্কামনা নিয়ে মহাকাল পুজো আয়োজিত হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: পুরনো প্রথা মেনে জঙ্গল খোলার আগে আয়োজিত হল মহাকাল পুজো। পর্যটন ব‍্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে এই আশা রাখেন সকলে। প্রথা মেনে চিলাপাতা জঙ্গল এলাকায় মহাকাল পুজো আয়োজিত হল। প্রতি বছর তিন মাসের জন‍্য বন্ধ হয়ে যায় জঙ্গল। আর জঙ্গল খোলার আগে চিলাপাতাতে পর্যটন ব‍্যবসায়ীরা মহাকাল পুজো করে থাকেন। পর্যটন ব‍্যবসার সঙ্গে যুক্ত গাইড, সাফারি চালক, লজ ব‍্যবসায়ী ও বনদফতরের কর্মী, সকলে মিলে মহাকাল পুজোর আয়োজন করেন।
advertisement

আরও পড়ুন: সেপ্টেম্বরের কত তারিখে পড়ছে গণেশ চতুর্থী? গণপতির পুজোর শুভ সময় জেনে নিন আজই

মহাকাল পুজোর উদ্দেশ্যে পর্যটন ব‍্যবসার সঙ্গে যুক্ত মানুষেরা যাতে সুস্থ অবস্থায় নিজেদের প্রতিদিনের কাজ করতে পারেন, এই প্রার্থনা করা হয়। সাফারি চালক, গাইডরা পর্যটকদের সুস্থ ভাবে জঙ্গল ঘুরিয়ে নিয়ে আসতে পারেন, এই মনস্কামনা নিয়ে মহাকাল পুজো আয়োজিত হয়। বহু বছর আগে থেকেই চিলাপাতার জঙ্গলে মহাকাল পুজো আয়োজিত হয়।বর্তমানে এই পুজো পর্যটনের সঙ্গে জড়িয়ে পড়েছে।

advertisement

পূর্বে হাতিদের এনে পুজো করা হত। কিন্তু বনদফতর এই বছর হাতিদের পুজোর অনুমতি দেয়নি। কারণ পুজোর ঘণ্টা, কাঁসরের আওয়াজে বিরক্ত হয় হাতিরা। মহাকাল এই হাতিদের বলা হয়। তাদের হানা যাতে কম হয় এলাকায়, তার জন‍্য এই পুজোর আয়োজন বলে লোকমুখে শোনা যায়।

স্থানীয় এক পর্যটন ব‍্যবসায়ী বলেন, “যখন থেকে চিলাপাতা এলাকায় জঙ্গল সাফারি শুরু হয়েছে, তখন থেকে আমরা পর্যটন ব‍্যবসায়ীরা জঙ্গল খোলার আগে মহাকাল পুজো করি।”

advertisement

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Mahakal Puja in Chilapata : পর্যটকদের জন্য খুলছে চিলাপাতা জঙ্গল, ব্যবসার সুফলের জন্য সাড়ম্বরে আয়োজিত হল মহাকাল পুজো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল