আরও পড়ুন: থানায় এবার বিনা পয়সায় ছেলেমেয়েদের কম্পিউটার শেখাবে পুলিশ
বিক্ষোভে অংশ নেওয়া পড়ুয়াদের দাবি, তারা ভাল পরীক্ষা দিয়েছিল তারপরেও তাদের ফেল করিয়ে দেওয়া হয়েছে। ভাল পরীক্ষা দেওয়ার পরেও কেন এমন খারাপ ফল হল? এই প্রশ্ন তুলে ক্লাস বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। এই ইস্যুতে মঙ্গলবার সকাল থেকেই অচলাবস্থা শুরু হয় ফালাকাটা পলিটেকনিক কলেজে। তাদের খারাপ ফলের জন্য কলেজ কর্তৃপক্ষ দায়ী বলে জানায় ক্ষুব্ধ পড়ুয়ারা।
advertisement
ইকবাল হাসান নামে এক পড়ুয়া জানায়, ভাল পরীক্ষার পরও বেশিরভাগ কেন ফেল করল সেটা অবশ্যই জানতে হবে। কাউন্সিলের নাকি কলেজের, কার গাফিলতিতে এমনটা হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছে ওই ছাত্র। পাশাপাশি ফেল করা সকলকে পাস করিয়ে দেওয়ার দাবি জানানো হয়। এই বিষয়ে ফালাকাটা পলিটেকনিক কলেজের অধ্যক্ষ মৃণালকান্তি ব্যাধ বলেন, প্র্যাক্টিকাল পরীক্ষায় পাশ করেছে সকলে। কিন্তু লিখিত পরীক্ষায় ২৪ নম্বর তুলতে পাড়েনি অনেকেই। কেন পাড়ল না সেটা আমাদের জানা নেই। তবে পড়ুয়ারা চাইলে রিচেক করতে পারে পরীক্ষার খাতা।
অনন্যা দে