স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ৩০ সেপ্টেম্বর কালচিনি ব্লকে ১ জন ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছিল। তার পরে এই অক্টোবর মাসে এক জনও আক্রান্তের খোঁজ মেলেনি। মধু চা বাগানের বাসিন্দারা উদ্বেগের সঙ্গে জানান “বাগানের অধিকাংশ শ্রমিক অসুস্থ, জ্বর, কাশি রয়েছে। এই অবস্থায় প্রশাসনের কাছে অনুরোধ, শীঘ্রই স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হোক। মধু চা বাগান কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বিষয়টি জানা মাত্রই প্রশাসনকে খবর দিয়েছি। পরিস্থিতি এখনও স্বাভাবিক রয়েছে, তা যাতে হাতের বাইরে চলে না যায় তার জন্যই প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ অক্টোবরে ডেঙ্গি শূন্য কালচিনি ব্লক! ঘোষণা স্বাস্থ্য আধিকারিকের
কালচিনি বিডিও প্রশান্ত বর্মন জানান, 'আমরা আমাদের আশা কর্মী ও বাগান কতৃপক্ষের মারফত মধু চা বাগানের শ্রমিকদের কথা জানতে পেরেছি। খুব শীঘ্রই বাগানে অসুস্থ সকল শ্রমিকের রক্ত পরীক্ষা করাবো।' কালচিনি ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুভাষ কর্মকার জানান, 'মধু বাগানের ডেঙ্গু ও ম্যালেরিয়া মোকাবেলার জন্য মশারিও দান করা হবে।'
Annanya Dey