Alipurduar News: অক্টোবরে ডেঙ্গি শূন্য কালচিনি ব্লক! ঘোষণা স্বাস্থ্য আধিকারিকের

Last Updated:

পুজোর মরশুমে কালচিনি ব্লকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা শূন্য। কালচিনি ব্লক স্বাস্থ্য আধিকারিক এমন কথা জানালেন। খুশির হাসি হাসছেন স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা।

+
title=

#আলিপুরদুয়ার : পুজোর মরশুমে কালচিনি ব্লকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা শূন্য। কালচিনি ব্লক স্বাস্থ্য আধিকারিক এমন কথা জানালেন। খুশির হাসি হাসছেন স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সেপ্টেম্বরে বাড়াবাড়ি আকার ধারণ করেছিল কালচিনি ব্লকে। প্রায় কুড়ি জনের ওপরে ডেঙ্গি আক্রান্তের হদিস মিলেছিল কালচিনি ব্লকে। বিশেষ করে গাড়োপাড়া এলাকায় ডেঙ্গি আক্রান্তের হদিস মেলে বেশি। ডেঙ্গি মোকাবেলায় পুজো মণ্ডপগুলির সামনেও রাখা হয়েছিল পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা। এমনকি বিডিও বৈঠক করে সমস্ত গ্রামীণ সম্পদ কর্মীদের ছুটি বাতিল করেছিলেন। জায়গায় জায়গায় ডেঙ্গি মোকাবেলায় অভিযান চালিয়েছিলেন তারা।
বিএমওএইচ সুভাষ কুমার কর্মকার জানান, "সবার মিলিত প্রয়াসেই ডেঙ্গি মোকাবেলা সম্ভব হয়েছে। ডেঙ্গিমুক্ত ব্লক গড়া সম্ভব হয়েছে। তবে এখানেই থেমে গেলে চলবে না। অভিযান চলতেই থাকবে। স্বাস্থ্যকর্মী গ্রামীণ সম্পদ কর্মীদের বলা হয়েছে অভিযান চালিয়ে যেতে। শ্রমিক মহল্লার ঘরে ঘরে গিয়ে খোঁজ নিতে।" পুজোয় কালচিনি বিডিও- উদ্যোগে এই সহায়তা শিবির বসেছিল। পুজো প্যাণ্ডেলে প্রবেশের মুখে থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা পরিমাপ করা হয়েছে। এরপর কেউ যদি ডেঙ্গি উপসর্গ নিয়ে আসেন তাকে শিবিরেই ডেঙ্গি পরীক্ষা করা হয়েছে।
advertisement
advertisement
 
 
সেখান থেকেই জানিয়ে দেওয়া হবে ডেঙ্গি হলে কি কি করণীয় সে বিষয়ে। এই প্রথম সরকারি তরফে এই উদ্যোগ নেওয়া হয়। ব্লকবাসীদের সুরক্ষার কথা ভেবে এই উদ্যোগ নেন বিডিও। ডেঙ্গি পরীক্ষা যথেষ্ট ব্যয়বহুল তাই সরকারি উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্লক ডেঙ্গিমুক্ত রাখা প্রধান উদ্দেশ্য বলে জানিয়েছিলেন বিডিও। সম্প্রতি কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ পরিদর্শনে করেন এই এলাকায়। তিনি এলাকায় গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তাদের পরিস্কার থাকার পরামর্শ দেন। নিকাশি নালা পরিস্কার রাখার নির্দেশ দিয়েছেন গ্রাম পঞ্চায়েতকে।
advertisement
আরও পড়ুনঃ দু'বছর পর খরা কাটিয়ে আলিপুরদুয়ারের বাজার জুড়ে লক্ষ্মী প্রতিমা
কালচিনি ব্লক স্বাস্থ্য দফতরের তথ্য অনুসারে২০১৯-এ কালচিনি ব্লকে ডেঙ্গি ভয়াবহ আকার নিয়েছিল। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল জয়গাঁ এলাকায়। কালচিনি ব্লকে আক্রান্তের সংখ্যা ছিল ২২২৮ জন। জয়গাঁ এলাকাতেই ২২০০জন আক্রান্ত হয়েছিল। দুজনের মৃত্যু হয় জয়গাঁতে। ২০২০তে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কমে ২১ জনে। ২০২১ সালে ৬৩ জন ডেঙ্গি আক্রান্তের হদিশ মেলে কালচিনি ব্লকে। ২০২২ সালে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে এই সংখ্যা যাতে আরও বৃদ্ধি না পায় সেদিকে নজর রয়েছে কালচিনি ব্লক প্রশাসনের।
advertisement
 
 
Annanya Dey
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: অক্টোবরে ডেঙ্গি শূন্য কালচিনি ব্লক! ঘোষণা স্বাস্থ্য আধিকারিকের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement