Alipurduar News: হাতির হানায় আতঙ্কিত গোপালবাহাদুরবস্তি এলাকার বাসিন্দারা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
শনিবার সাতসকালে গ্ৰামে দাঁপিয়ে বেড়ালো বুনো হাতির দল। সকালে ঘুম থেকে উঠে বুনো হাতির মুখোমুখি হল বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের দলসিংপাড়া গোপালবাহাদুরবস্তি এলাকায়।
#আলিপুরদুয়ার : শনিবার সাতসকালে গ্ৰামে দাঁপিয়ে বেড়ালো বুনো হাতির দল। সকালে ঘুম থেকে উঠে বুনো হাতির মুখোমুখি হল বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের দলসিংপাড়া গোপালবাহাদুরবস্তি এলাকায়। গতকাল গভীর রাতে দলসিংপাড়া গোপালবাহাদুরবস্তি এলাকায় বক্সা জঙ্গল থেকে বুনো হাতির দল প্রবেশ করে, এলাকায় ব্যাপক তাণ্ডব চালায় এলাকার বাসিন্দাদের ঘর ভেঙ্গে দেয় সুপারি বাগান নষ্ট করে। শনিবার সকাল ওবধি বুনো হাতির দল এলাকায় তাণ্ডব চালায়। বুনো হাতি এলাকার বাসিন্দা দিওয়ান ছেত্রি ঘর ভেঙ্গে দেয় বুনো হাতি।
দিওয়ান ছেত্রি জানান বৃদ্ধ বাবা ও মা কে নিয়ে ঘর থেকে পালিয়ে প্রাণ বাঁচিয়েছি। এলাকার বাসিন্দারা জানান তাদের পেশা সুপারি চাষ। পূর্বে তারা ধান,ভুট্টা চাষাবাদ করতেন। কিন্তু এই বুনো হাতির হানায় তারা ধান,ভুট্টা,শাক সবজি চাষাবাদ ছেড়ে সবাই সুপারি চা বাগান কাজ শুরু করেন। কিন্তু বর্তমানে হাতি সুপারি বাগানেও ক্ষয়ক্ষতি করছে। গতকাল রাতেও শনিবার সকালে বুনো হাতির দল এলাকার অনেক সুপারি গাছ ভেঙ্গে দিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ দু'বছর পর খরা কাটিয়ে আলিপুরদুয়ারের বাজার জুড়ে লক্ষ্মী প্রতিমা
সেপ্টেম্বরের শেষে মাদারিহাটে বুনো হাতির হানা অব্যাহত লক্ষ্য করা যায়।গভীর রাতে জলদাপাড়া জঙ্গল থেকে একটি দাঁতাল হাতি এলাকায় প্রবেশ করে তাণ্ডব চালায়।এই ঘটনা প্রতিনিয়ত ঘটছে বলে অভিযোগ এলাকাবাসীদের। জলদাপাড়া জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসছে বুনো হাতি। গভীর রাতেও একটি দাঁতাল হাতির এলাকায় প্রবেশ করে।
advertisement
advertisement
জানা যায় হাতিটি দক্ষিণ মাদারিহাট এলাকায় প্রবেশ করে এলাকার এক বিঘা জমির ধান নষ্ট করে। এলাকার বাসিন্দারা ক্ষোভ উগড়ে দিয়েছেন বনদফতরের বিরুদ্ধে। তারা জানান প্রতিনিয়ত বুনো হাতি আসছে এলাকায়। হাতি এসে জমির ফসল নষ্ট করছে। বনদফতরে ফোন করলেই জানানো হয় তারা অন্যত্র টহল দিচ্ছেন। এলাকাবাসীরা নিজেরাই দু'ঘন্টা চেষ্টা করে হাতি তাড়িয়েছেন। বন্যপ্রাণ ও মানুষের সংঘাত এড়াতে বৈঠক হলেও কাজ করছে না কুইক রেসপন্স টিম বলে অভিযোগ এলাকাবাসীদের। এদিকে এবিষয়ে বনদফতরের পক্ষ থেকে কোনও উত্তর মেলেনি।
advertisement
Annanya Dey
Location :
First Published :
October 08, 2022 8:01 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: হাতির হানায় আতঙ্কিত গোপালবাহাদুরবস্তি এলাকার বাসিন্দারা