গত বিধানসভা ভোটের পূর্বে সরকারি নয়টি পদ থেকে ইস্তফা দিয়ে, তৃণমূল ছেড়ে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। পরবর্তীকালে তিনি বিজেপির প্রার্থীদের হয়ে ভোট প্রচারে নামেন। কিন্তু বিধানসভা ভোটের পরে তাঁকে আর সক্রিয় রাজনীতিতে নামতে দেখা যায়নি। যদিও মাঝে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, জন বার্লা সহ একাধিক বিজেপি নেতা ও মন্ত্রী তাঁর সঙ্গে যোগাযোগ করতে এসেছিলেন।
advertisement
মোহন শর্মার কথায়, “আমার সঙ্গে সকলের সম্পর্ক ভাল। তৃণমূলের নেতারা যেমন আসেন, তেমন বিজেপি’র নেতারাও আসেন। আমি তৃণমূল ছেড়েছিলাম যোগ্য সম্মান না পেয়ে। সেটা মুখ্যমন্ত্রী স্বীকার করেছিলেন পরবর্তীকালে। তাই বলে যোগাযোগ কমেনি।”
এবার লোকসভা ভোট ঘোষণা হতেই তৃণমূল ও বিজেপি দুই প্রার্থী তাঁর সাথে দেখা করতে এসেছেন। কিন্ত মোহন শর্মা কাকে সমর্থন করছেন, এটাই বর্তমানে ডুয়ার্সের রাজনীতিতে বড় প্রশ্ন। কেননা ডুয়ার্সের বিভিন্ন জায়গায় বিশেষত চা বলয়ে মোহন শর্মার অনেক অনুগামী আছে।
মোহন শর্মা স্পষ্ট জানান, লোকসভা নির্বাচনের পরে তিনি সক্রিয় রাজনীতিতে নামছেন। আর এখন অবধি কোনও সিদ্ধান্ত নেননি, তিনি কাকে সমর্থন করবেন। তার সমর্থকদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।
Annanya Dey