Rajnath Singh: এবার টার্গেট দক্ষিণ! ‘কর্ণাটকে ২৮-এ ২৮, তামিলনাড়ু ও কেরলেও ভাল আসন পাবে BJP’, আত্মবিশ্বাসী রাজনাথ

Last Updated:

নেটওয়ার্ক 18-এর সম্পাদক রাহুল জোশীকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এবারের লোকসভা ভোটে কর্নাটক থেকে তো বটেই, তামিলনাড়ু এবং কেরলেও বিপুল আসন পেতে চলেছে বিজেপি।

নয়াদিল্লি: বিজেপি মানে উত্তর ভারতের দল, দক্ষিণে কোনও প্রভাব নেই। এমনটাই বলেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এবার হিসেব পাল্টে যেতে চলেছে বলে মনে করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নেটওয়ার্ক 18-এর সম্পাদক রাহুল জোশীকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এবারের লোকসভা ভোটে কর্নাটক থেকে তো বটেই, তামিলনাড়ু এবং কেরলেও বিপুল আসন পেতে চলেছে বিজেপি।
কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি-সহ দক্ষিণ ভারতের পাঁচটি রাজ্যের ১৩০টি আসনে ভাল ফল করার ব্যাপারে আত্মবিশ্বাসী রাজনাথ। বিজেপিকে এককভাবে ৩৭০ আসনের লক্ষ্যমাত্রা ছুঁতে হলে দক্ষিণ ভারত থেকে বেশি আসন পেতেই হবে। এছাড়া, অন্য কোনও পথ নেই বলেও মনে করেন রাজনীতির কারবারিরা।
আরও পড়ুন: ‘সন্দেশখালি সিঙ্গুর, নন্দীগ্রাম নয়…,’ বিজেপিকে মমতার ফের তোপ! দুর্নীতির প্রশ্নে মোদিকে কড়া জবাব
রাজনাথ সিং বলেন, “বিজেপি কর্ণাটকের ২৮টি আসনেই জিতবে।” ২০২৩-এ বিধানসভা ভোটে পরাজয় লোকসভায় প্রভাব ফেলবে না বলেও মনে করেন তিনি। রাজনাথের কথায়, “এটা বিধানসভা বা লোকসভার কথা নয়। তার আগে বিধানসভায় কংগ্রেস জিতেছিল। কিন্তু লোকসভা ভোটে সর্বাধিক আসন পেয়েছিল বিজেপিই৷’’ কর্ণাটক বিজেপিতে প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ রয়েছে। ঈশ্বরাপ্পার মতো নেতা বিদ্রোহ করেছেন। তবে রাজনাথ বলছেন, “কোনও দ্বন্দ্ব নেই। এবার জেসিএসের সঙ্গে আমাদের জোট হয়েছে। কর্ণাটকে বিজেপির অবস্থান আরও শক্তিশালী হয়েছে।”
advertisement
advertisement
তামিলনাড়ু এবং কেরলে বিজেপির জয়ের সম্ভাবনা কতটা? প্রতি লোকসভা ভোটেই ঘুরেফিরে আসে প্রশ্নটা। তবে সোজা ব্যাটে উড়িয়ে দিয়েছেন রাজনাথ। তাঁর কথায়, ‘‘আমরা শুধু খাতা খুলব তাই নয়, তামিলনাড়ুতে ভাল আসনও পাব। তবে আসন সংখ্যা নিয়ে কোনও মন্তব্য করব না। তবে ভাল আসন বিজেপি জিতবে। কেরলেও আসন পাবে বিজেপি। ভাল ফল করবে। এমন কোনও রাজ্য থাকবে না যেখানে বিজেপি খাতা খুলবে না। সব রাজ্যেই ভাল ফল করব আমরা।”
advertisement
আরও পড়ুন : দ্বিগুণ করা হবে ১০০ দিনের কাজের টাকা! বাতিল হবে CAA, UAPA…ইস্তেহারে আর কী প্রতিশ্রুতি দিল CPI(M)?
প্রসঙ্গত, মোট ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে ১৩০টি আসন রয়েছে পুদুচেরি সহ দক্ষিণের পাঁচটি রাজ্যে৷ এর মধ্যে তামিলনাড়ুতে ৩৯টি আসন রয়েছে, কর্ণাটকে রয়েছে ২৮টি। লোকসভায় অন্ধ্রপ্রদেশের ২৫টি এবং কেরলের ২০টি আসন রয়েছে। তেলঙ্গানার লোকসভা আসন সংখ্যা ১৭।
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Rajnath Singh: এবার টার্গেট দক্ষিণ! ‘কর্ণাটকে ২৮-এ ২৮, তামিলনাড়ু ও কেরলেও ভাল আসন পাবে BJP’, আত্মবিশ্বাসী রাজনাথ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement