ঘটনাস্থলে আসেন ফালাকাটা থানার আই সি। দলগাঁও রেঞ্জের বন কর্মীও। পরে বন দফতরের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেওয়া হয়। ক্ষতিগ্রস্তরা সরকারি সহযোগিতার পাশাপাশি হাতির হামলা থেকে বাঁচার সুনির্দিষ্ট কোনও ব্যবস্থা করারও আর্জি জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুনঃ জয়গাঁ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জমে রয়েছে জলকাদা, সমস্যায় নিত্যযাত্রীরা
advertisement
ফালাকাটার বিভিন্ন এলাকায় গত তিনদিনে হাতির হামলা ব্যাপক হারে হয়েছে। গভীর রাতে বৃষ্টির সুযোগ নিয়ে গ্রামে প্রবেশ করে বুনো হাতিগুলি। এরপরেই শুরু হয় অত্যাচার। গত তিনদিনে ২০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ,যখন এলাকায় হাতি ঢোকে তখনই বনকর্মীদের জানানো হয়।
আরও পড়ুনঃ একবছরের বেশি সময় ধরে ভেঙে রয়েছে রাস্তা! ক্ষুব্ধ বাসিন্দারা
তারা যেসময় এসে পৌঁছায় সেসময় হাতি এলাকা ছেড়ে চলে গিয়েছে। ঘরবাড়ির ক্ষতি হয়েছে।এই বিষয়ে বনকর্মীদের কিছু বলতে গেলে শুরু হয় বাকবিতণ্ডা। এই সমস্যা চরম আকার ধারন করতে পথ অবরোধ করেন তারা।
Annanya Dey





