আরও পড়ুন: গরুর ডাক্তারের অ্যাপে টাকা রেখে প্রতারণা কাণ্ডে গ্রেফতার ১
আলিপুরদুয়ারের রায়মাটাং চা বাগানের অবসরপ্রাপ্ত শ্রমিকদের দাবি আদায়ে বাগানের সবকটি স্বীকৃত শ্রমিক সংগঠন একত্রিত হয়ে আন্দোলন শুরু করেছে। এর জন্য তারা সংগ্রামী শ্রমিক একতা মঞ্চ গড়ে তুলেছে। ওই মঞ্চের ব্যানারেই গেট মিটিং শুরু হয়েছে। এদিকে চা বাগান কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়েছে বর্তমান শ্রমিকদের। জানিয়েছে, গেট মিটিং চলতে থাকলে শ্রমিকদের নো ওয়ার্ক নো পে কার্যকর করা হবে। ফলে কাজে যোগ না দিলে বেতন পাবেন না শ্রমিকরা। যদিও বাগান কর্তৃপক্ষের সেই ধমকে ভীত নয় কর্মরত শ্রমিকরা। তাঁরা অবসরপ্রাপ্তদের পাশে দাঁড়িয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
advertisement
শ্রমিকরা জানিয়ে দিয়েছেন, শ্রম দফতরের পক্ষ থেকে ত্রিপাক্ষিক বৈঠক না ডাকা পর্যন্ত গেট মিটিং চলবে। এই চা বাগানের অবসরপ্রাপ্ত ৯০০ জন শ্রমিক নিজেদের অধিকার থেকে বঞ্চিত বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে অনেক শ্রমিক বয়সজনিত কারণে মারাও গিয়েছেন। তাই দাবি আদায়ে এবার সকল শ্রমিক একজোট হয়েছেন বলে তাঁরা নিজেরাই জানিয়েছেন।
অনন্যা দে