ছট পুজোর সময়, মহিলারা তাদের সন্তানদের স্বাস্থ্য সাফল্য এবং দীর্ঘায়ুর জন্য ৩৬ ঘন্টা উপোস করেন। ছটের দ্বিতীয় দিনের মহত্ব অনেক। ছট উৎসবের আসল সূচনা হয় খরনা দিয়েই। খরনার দিনে গুড় ও চালের তৈরি ক্ষীর তৈরি করা হয়। এটি খাওয়ার পরেই ৩৬ ঘন্টার কঠোর উপোস শুরু হয়।
আরও পড়ুন: প্রধান শিক্ষকের বদলির দাবিতে পথ অবরোধ পড়ুয়াদের! বাতিল মাধ্যমিকের টেস্ট পরীক্ষা
advertisement
এই উপোসে সকল ইচ্ছা পূরণ হয় বলে বিশ্বাস ছটব্রতীদের। খরনার দিন ব্রতী মহিলারা সকালে স্নান করে, পরিস্কার কাপড় পরে এবং মেটে সিঁদুর লাগায়। এই দিনে মহিলারা সারা দিন উপোস করেন এবং সন্ধ্যায় উনুন তৈরি করে চাল ও গুড় দিয়ে ক্ষীর তৈরি করে প্রসাদ নিবেদন করা হয়।
আরও পড়ুন: উত্তরবঙ্গের একমাত্র সূর্য মন্দির রয়েছে শিলিগুড়িতে! দেখুন ভিডিও
এই দিনে কলা পাতায় প্রসাদ খাওয়ার প্রথা রয়েছে। সন্ধ্যায় সূর্যদেবকে পুজো করার পর সূর্যদেবকে ক্ষীর, পুরি, মিষ্টি ও কলা নিবেদন করা হয়। উপোসী নারীরা এই প্রসাদ গ্রহণ করেন। এই প্রসাদ খাওয়ার পরই শুরু হয় ব্রতী মহিলাদের ৩৬ ঘণ্টার নির্জলা উপোস।
সুনীতা শা নামের এক ব্রতী জানান, “প্রতিবছর ছটপুজো করছি। খরনা পুজোতে শুদ্ধিকরণ হয়। ৩৬ ঘন্টার উপোস শেষে কিছু খাবার গ্রহণ করতে পারি।”
Annanya Dey