স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চারদিকে চা বাগান ও ঘন জঙ্গলে ঘেরা খাউচাঁদপাড়া গ্রামের এক প্রান্তে জলদাপাড়া অভয়ারণ্য। প্রায়ই জঙ্গল থেকে লেপার্ড গ্রামে ঢুকে পড়ে। মাসখানেক আগে গ্রামেরই এক বৃদ্ধা লেপার্ডের হামলায় আহত হন। পরে প্রভাস সরকার নামে এক চাষির একটি গরুও লেপার্ডের আক্রমণে মারা যায়।
advertisement
এরপর থেকেই এলাকায় টানা ১৭ দিন ধরে খাঁচা পেতে রেখেছিল বন দফতর। প্রতিদিন সন্ধ্যায় ছাগল রাখা হত টোপ হিসেবে, কিন্তু এতদিনেও ধরা পড়েনি লেপার্ডটি। অবশেষে শুক্রবার গভীর রাতে লেপার্ড খাঁচাবন্দী হয়। ভোর থেকেই লেপার্ড দেখতে ভিড় জমে গ্রামের মানুষজনের। বনকর্মীরা এসে খাঁচা-সহ লেপার্ডটিকে গাড়িতে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই আচমকা খাঁচা থেকে পালিয়ে যায় পশু।
খাঁচা থেকে পালিয়েছে লেপার্ড
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গ্রামবাসীরা জানান, যে দিক দিয়ে লেপার্ডটি পালিয়ে যায়, সেদিকে মানুষজন ভিড় করেননি বলেই বড় বিপদ এড়ানো গিয়েছে। তবে ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকায়। বনদফতর সূত্রে খবর, লেপার্ডটি আকারে ছোট ছিল আর খাঁচার পিছনে যেখানে ছাগল টোপ দেওয়া হয় সেখানে ফাঁকা অংশ দিয়ে পালিয়ে যায় লেপার্ড। পুরনো খাঁচা সরিয়ে নতুন খাঁচা বসানোর কাজ শুরু হয়েছে।