TRENDING:

Leopard Escapes: সর্বনাশ! এক নিমেষে ধাঁ! বন দফতরের খাঁচা থেকে পালাল লেপার্ড, কী হবে এবার? ফালাকাটায় চাঞ্চল্য

Last Updated:

Leopard Escapes: খাঁচা থেকে পালাল লেপার্ড। আতঙ্কে ফালাকাটার গ্রামাঞ্চল। শুক্রবার গভীর রাতে বনদফতরের পাতা খাঁচায় বন্দি হওয়া লেপার্ডটি কয়েক ঘণ্টার মধ্যেই খাঁচা থেকে পালিয়ে যায়। মাসখানেক আগে গ্রামেরই এক বৃদ্ধা এই লেপার্ডের হামলায় আহত হন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফালাকাটা, অনন্যা দে: খাঁচা থেকে পালাল লেপার্ড। আতঙ্কে ফালাকাটার গ্রামাঞ্চল। শনিবার ফালাকাটা ব্লকের জলদাপাড়া অভয়ারণ্য সংলগ্ন খাউচাঁদপাড়ায় চাঞ্চল্য ছড়াল। লেপার্ড পালানোর ঘটনায় আতঙ্কিত সকলে। শুক্রবার গভীর রাতে বনদফতরের পাতা খাঁচায় বন্দি হওয়া লেপার্ডটি কয়েক ঘণ্টার মধ্যেই খাঁচা থেকে পালিয়ে যায়।
পালাল বনদফতরের খাঁচাবন্দি লেপার্ড
পালাল বনদফতরের খাঁচাবন্দি লেপার্ড
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চারদিকে চা বাগান ও ঘন জঙ্গলে ঘেরা খাউচাঁদপাড়া গ্রামের এক প্রান্তে জলদাপাড়া অভয়ারণ্য। প্রায়ই জঙ্গল থেকে লেপার্ড গ্রামে ঢুকে পড়ে। মাসখানেক আগে গ্রামেরই এক বৃদ্ধা  লেপার্ডের হামলায় আহত হন। পরে প্রভাস সরকার নামে এক চাষির একটি গরুও লেপার্ডের আক্রমণে মারা যায়।

আরও পড়ুনঃ গাছকে কষ্ট দিয়ে ব্যবসা বন্ধ! অরণ্য সুন্দরীকে রক্ষা করতে বড় সিদ্ধান্ত বনদফতরের, অমান্য করলে গুনতে হবে জরিমানা

advertisement

এরপর থেকেই এলাকায় টানা ১৭ দিন ধরে খাঁচা পেতে রেখেছিল বন দফতর। প্রতিদিন সন্ধ্যায় ছাগল রাখা হত টোপ হিসেবে, কিন্তু এতদিনেও ধরা পড়েনি লেপার্ডটি। অবশেষে শুক্রবার গভীর রাতে লেপার্ড খাঁচাবন্দী হয়। ভোর থেকেই লেপার্ড দেখতে ভিড় জমে গ্রামের মানুষজনের। বনকর্মীরা এসে খাঁচা-সহ লেপার্ডটিকে গাড়িতে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই আচমকা খাঁচা থেকে পালিয়ে যায় পশু।

advertisement

View More

খাঁচা থেকে পালিয়েছে লেপার্ড

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
উমা ও শ্যামার আরাধনা একইসঙ্গে হয় এই মন্দিরে, ২৬৯ বছর ধরে বহু ইতিহাসের সাক্ষী এই পুজো!
আরও দেখুন

গ্রামবাসীরা জানান, যে দিক দিয়ে লেপার্ডটি পালিয়ে যায়, সেদিকে মানুষজন ভিড় করেননি বলেই বড় বিপদ এড়ানো গিয়েছে। তবে ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকায়। বনদফতর সূত্রে খবর, লেপার্ডটি আকারে ছোট ছিল আর খাঁচার পিছনে যেখানে ছাগল টোপ দেওয়া হয় সেখানে ফাঁকা অংশ দিয়ে পালিয়ে যায় লেপার্ড। পুরনো খাঁচা সরিয়ে নতুন খাঁচা বসানোর কাজ শুরু হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Leopard Escapes: সর্বনাশ! এক নিমেষে ধাঁ! বন দফতরের খাঁচা থেকে পালাল লেপার্ড, কী হবে এবার? ফালাকাটায় চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল