TRENDING:

Alipurduar News: বেতন না পেয়ে কালচিনি চা বাগানে ফের আন্দোলন

Last Updated:

কালচিনি চা বাগানে ফের শ্রমিক আন্দোলন শুরু হল। বেতন প্রদানের দাবিতে কালচিনি চা বাগানের ম‍্যানেজারকে ঘেরাও করে আন্দোলন চলছে। বাগানের শ্রমিকরা জানান, গত শনিবার বাগানে বেতন প্রদানের দিন ছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : কালচিনি চা বাগানে ফের শ্রমিক আন্দোলন শুরু হল। বেতন প্রদানের দাবিতে কালচিনি চা বাগানের ম‍্যানেজারকে ঘেরাও করে আন্দোলন চলছে। বাগানের শ্রমিকরা জানান, গত শনিবার বাগানে বেতন প্রদানের দিন ছিল। কিন্তু বেতন প্রদান করেনি বাগান কর্তৃপক্ষ। পরবর্তীতে বলা হয় বুধবার প্রদান করা হবে। কিন্তু বুধবার পেড়িয়ে গেলেও বেতন প্রদান করা হয়নি। যার ফলে বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকরা ম‍্যানেজার কার্যালয় ঘেরাও করে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
advertisement

শ্রমিকদের কথায় বড়দিনের মধ্যেও বেতন দেওয়া হয়নি। নতুন বছরের পূর্বে টাকাটা মিলবে কি না, তা নিয়ে ধ্বন্দ শুরু হয়েছে বাগানের শ্রমিকদের মধ্যে। শ্রমিকরা জানিয়েছেন বাগান কর্তৃপক্ষ বাগানে যাদের এনে বসিয়েছে তারা আনন্দ, ফূর্তি ঠিকই করছে। শ্রমিকদের বেলায় শুধু টাকার সমস্যা হয়।

এগুলো মেনে নিতে পারছেন না শ্রমিকরা। নতুন বছরের আগে টাকা না মিললে বৃহত্তর আন্দোলন হবে। যদিও এই বিষয়ে বাগানের ম‍্যানেজার জিতু সাইকিয়া জানান সার্ভার সমস্যার কারণে গতকাল বেতন দেওয়া সম্ভব হয়নি। এই সমস্যার সমাধান হয়ে যাবে। খুব শীঘ্রই বেতন চুকিয়ে দেওয়া হবে।

advertisement

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বেতন না পেয়ে কালচিনি চা বাগানে ফের আন্দোলন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল