শ্রমিকদের কথায় বড়দিনের মধ্যেও বেতন দেওয়া হয়নি। নতুন বছরের পূর্বে টাকাটা মিলবে কি না, তা নিয়ে ধ্বন্দ শুরু হয়েছে বাগানের শ্রমিকদের মধ্যে। শ্রমিকরা জানিয়েছেন বাগান কর্তৃপক্ষ বাগানে যাদের এনে বসিয়েছে তারা আনন্দ, ফূর্তি ঠিকই করছে। শ্রমিকদের বেলায় শুধু টাকার সমস্যা হয়।
এগুলো মেনে নিতে পারছেন না শ্রমিকরা। নতুন বছরের আগে টাকা না মিললে বৃহত্তর আন্দোলন হবে। যদিও এই বিষয়ে বাগানের ম্যানেজার জিতু সাইকিয়া জানান সার্ভার সমস্যার কারণে গতকাল বেতন দেওয়া সম্ভব হয়নি। এই সমস্যার সমাধান হয়ে যাবে। খুব শীঘ্রই বেতন চুকিয়ে দেওয়া হবে।
advertisement
Annanya Dey
Location :
First Published :
Dec 31, 2022 4:02 PM IST





