জানা গিয়েছে, ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন পার্থপ্রতিম সাহা। তাঁর বাবা উত্তম সাহা স্থানীয় ব্যবসায়ী এবং মা অলোকা সাহা গৃহবধূ। ছেলের এই সাফল্যে তাঁরা খুব খুশি। আরও জানা গিয়েছে, পার্থপ্রতিম সাহা বর্তমানে গুয়াহাটির আর্য বিদ্যাপীঠ কলেজে জিওলজিতে অনার্স নিয়ে পড়াশোনা করছেন ।
আরও পড়ুন : ২৩৮ টি বার ঘায়েল হয়েও নির্বাচনের ময়দানে! ১৯৮৮ থেকে শুরু করে সবরকম ভোটে লড়ছেন এই টায়ার ব্যবসায়ী
advertisement
আগামীদিনে আইআইটি থেকে এমএসসি করার পর গবেষণা এবং পোস্ট ডক্টরেট করে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ওএনজিসি-তে চাকরি করতে চান তিনি।
এই বিষয়ে পার্থপ্রতিম সাহা জানান, “আমাদের মতো প্রত্যন্ত এলাকার পড়ুয়াদের কাছে সুযোগ খুব কম থাকে। যতটুকু করেছি নিজের চেষ্টায়। আমরা অনলাইন পড়াশোনা করি। কারণ প্রশিক্ষণ দেওয়ার মত কিছু নেই।” প্রথমবার পরীক্ষায় সাফল্য পেয়েছেন পার্থপ্রতিম। গবেষণার কাজ তিনি চালিয়ে যেতে চান। মাটি, পাথর নিয়ে চলবে তাঁর গবেষণা।