আরও পড়ুন: তাঁদের কথা ভেবেই তৈরি আন্ডারপাস, তবু ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা
তাঁদের এলাকাকে পুরসভা করার দাবিতে এবার কোমর বেঁধে নেমেছে জয়গাঁর যুব সমাজ। এই দাবিতে সোমবার থেকে জয়গাঁ সুপার মার্কেট এলাকায় অনশন শুরু করেছেন সেখানকার একদল যুবক। ইয়ুথ অফ জয়গাঁ নামক সংগঠনের ব্যানারে এই আন্দোলন কর্মসূচি চলছে। চৈত্রের এই তীব্র গরমেই পথে বসে আন্দোলন করছেন তাঁরা। উপস্থিত আছেন ৩০-৪০ জন যুবক। নেওয়া হচ্ছে গণসাক্ষর।মুখে অন্নের দানা না দিয়েই তাদের এই আন্দোলন অনির্দিষ্ট কালের জন্য চলবে বলে জানিয়ে দিয়েছে তারা।
advertisement
যৌথমঞ্চের পক্ষ থেকে যোগেশ থাপা জানান, জয়গাঁতে উন্নয়ন হচ্ছে না। এই এলাকায় উন্নয়নের জন্য পুরসভা প্রয়োজন। সেই পুরসভার দাবিতে এই আন্দোলন। আমাদের আশা দেখিয়ে নিরাশ করার অধিকার কারও নেই। জয়গাঁর প্রকৃত উন্নয়ন পুরসভা হলেই সম্ভব।
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
April 11, 2023 4:48 PM IST





