TRENDING:

Alipurduar News: জয়গাঁকে পুরসভা করার দাবিতে অনির্দিষ্টকালের অনশন

Last Updated:

২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা ব‍্যানার্জি জয়গাঁতে এসে জয়গাঁকে স্মার্ট সিটি এবং পুরসভা করার কথা জানিয়েছিলেন। কিন্তু আজ অবধি জয়গাঁ পুরসভায় রূপান্তরিত হয়নি। এরমধ‍্যে ফালাকাটা পুরসভায় রূপান্তরিত হয়েছে কিন্তু জয়গাঁর ভাগ‍্যে শিকে ছেঁড়েনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: ডুয়ার্সের অন‍্যতম ব‍্যস্ত এলাকা জয়গাঁকে পুরসভা করার দাবি দীর্ঘদিনের। বাম আমল থেকে এই এলাকার বাসিন্দারা জয়গাঁকে পুরসভায় রূপান্তরিত করার দাবি জানিয়ে আসছেন। বাম আমলে তৎকালীন পুর ও নগোরন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্য জয়গাঁতে এসে জয়গাঁকে পুরসভায় রূপান্তরিত করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন। পরবর্তীতে ২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা ব‍্যানার্জি জয়গাঁতে এসে জয়গাঁকে স্মার্ট সিটি এবং পুরসভা করার কথা জানিয়েছিলেন। কিন্তু আজ অবধি জয়গাঁ পুরসভায় রূপান্তরিত হয়নি। এরমধ‍্যে ফালাকাটা পুরসভায় রূপান্তরিত হয়েছে কিন্তু জয়গাঁর ভাগ‍্যে শিকে ছেঁড়েনি।
advertisement

আরও পড়ুন: তাঁদের কথা ভেবেই তৈরি আন্ডারপাস, তবু ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা

তাঁদের এলাকাকে পুরসভা করার দাবিতে এবার কোমর বেঁধে নেমেছে জয়গাঁর যুব সমাজ। এই দাবিতে সোমবার থেকে জয়গাঁ সুপার মার্কেট এলাকায় অনশন শুরু করেছেন সেখানকার একদল যুবক। ইয়ুথ অফ জয়গাঁ নামক সংগঠনের ব্যানারে এই আন্দোলন কর্মসূচি চলছে। চৈত্রের এই তীব্র গরমেই পথে বসে আন্দোলন করছেন তাঁরা। উপস্থিত আছেন ৩০-৪০ জন যুবক। নেওয়া হচ্ছে গণসাক্ষর।মুখে অন্নের দানা না দিয়েই তাদের এই আন্দোলন অনির্দিষ্ট কালের জন্য চলবে বলে জানিয়ে দিয়েছে তারা।

advertisement

যৌথমঞ্চের পক্ষ থেকে যোগেশ থাপা জানান, জয়গাঁতে উন্নয়ন হচ্ছে না। এই এলাকায় উন্নয়নের জন‍্য পুরসভা প্রয়োজন। সেই পুরসভার দাবিতে এই আন্দোলন। আমাদের আশা দেখিয়ে নিরাশ করার অধিকার কারও নেই। জয়গাঁর প্রকৃত উন্নয়ন পুরসভা হলেই সম্ভব।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: জয়গাঁকে পুরসভা করার দাবিতে অনির্দিষ্টকালের অনশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল