ঘটনা বুঝতেই আহত স্ত্রীকে সেখানে ফেলে রেখে চম্পট দেয় সঞ্জয় । জখম সুনীতারচিৎকার শুনে প্রতিবেশীরা এসে দেখে রক্তে ভেসে যাচ্ছে মাটি। নীচে পরে যন্ত্রনায় কাতরাচ্ছে সুনীতা। তারা তখন তড়িঘড়ি আহত সুনীতাকে কুমারগ্রাম চা বাগানের হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে সুনীতাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়। আলিপুরদুয়ার হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা সুনীতাকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুনঃ অভিযান চালিয়ে বহু মূল্যবান কাঠ উদ্ধার করলেন বনকর্মীরা
অভিযুক্ত স্বামী সঞ্জয় মাহালি কে পুলিশ গ্রেফতার করেছে। সুনীতার মৃতদেহ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এলাকাবাসীরা জানান,সুনীতা কর্মঠ ছিল কিন্তু তার স্বামী সবসময় তাকে সন্দেহ করত। আগেও মারধর করেছে। আজ এই ঘটনা ঘটিয়ে ফেলবে বুঝতে পারিনি। দোষীর কঠোর শাস্তি চাইছেন তারা।
advertisement
Annanya Dey
Location :
First Published :
Dec 01, 2022 9:00 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: নৃশংস ঘটনা! কাজ থেকে ফিরতে দেরি, স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে!





