TRENDING:

Alipurduar News: নৃশংস ঘটনা! কাজ থেকে ফিরতে দেরি, স্ত্রীকে কুপিয়ে খুনের অভি‌যোগ স্বামীর বিরুদ্ধে!

Last Updated:

কাজ থেকে ফিরতে সামান্য দেরি। খেসারত প্রাণ দিয়ে দিতে হল এক স্ত্রীকে। পরকীয়া সন্দেহে চা শ্রমিক স্ত্রী কে কুপিয়ে খুন করল স্বামী। ঘটনায় চাঞ্চল্য কুমারগ্রামে। স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ভুটান সীমান্তবর্তী কুমারগ্রাম চা বাগানে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : কাজ থেকে ফিরতে সামান্য দেরি। খেসারত প্রাণ দিয়ে দিতে হল এক স্ত্রীকে। পরকীয়া সন্দেহে চা শ্রমিক স্ত্রী কে কুপিয়ে খুন করল স্বামী। ঘটনায় চাঞ্চল্য কুমারগ্রামে। স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ভুটান সীমান্তবর্তী কুমারগ্রাম চা বাগানে। চা বাগানের ফ্যাক্টরিতে কাজ সেরে অন্য দিনের তুলনায় সামান্য দেরিতে বাড়ি ফেরায়, স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় স্বামী সঞ্জয় মাহালির। তার পর অন্যান্য দিনের মতোই রাতের খাবার তৈরি করতে শুরু করেন স্ত্রী সুনীতা মাহালি। রাগের মাথায় সেই সময় পেছন দিক থেকে কুড়োল দিয়ে তার মাথায় তিনবার কোপ দেয় সঞ্জয় ।
advertisement

ঘটনা বুঝতেই আহত স্ত্রীকে সেখানে ফেলে রেখে চম্পট দেয় সঞ্জয় । জখম সুনীতারচিৎকার শুনে প্রতিবেশীরা এসে দেখে রক্তে ভেসে যাচ্ছে মাটি। নীচে পরে যন্ত্রনায় কাতরাচ্ছে সুনীতা। তারা তখন তড়িঘড়ি আহত সুনীতাকে কুমারগ্রাম চা বাগানের হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে সুনীতাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়। আলিপুরদুয়ার হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা সুনীতাকে মৃত বলে ঘোষণা করেন।

advertisement

আরও পড়ুনঃ অভিযান চালিয়ে বহু মূল্যবান কাঠ উদ্ধার করলেন বনকর্মীরা

অভিযুক্ত স্বামী সঞ্জয় মাহালি কে পুলিশ গ্রেফতার করেছে। সুনীতার মৃতদেহ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এলাকাবাসীরা জানান,সুনীতা কর্মঠ ছিল কিন্তু তার স্বামী সবসময় তাকে সন্দেহ করত। আগেও মারধর করেছে। আজ এই ঘটনা ঘটিয়ে ফেলবে বুঝতে পারিনি। দোষীর কঠোর শাস্তি চাইছেন তারা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষিকাজে বিপ্লব ঘটাতে চাষিদের পাশে দুর্গাপুরের সিএমইআরআই কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: নৃশংস ঘটনা! কাজ থেকে ফিরতে দেরি, স্ত্রীকে কুপিয়ে খুনের অভি‌যোগ স্বামীর বিরুদ্ধে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল