#আলিপুরদুয়ার : শীতের মরশুম পড়তেই জঙ্গলে দৌরাত্ম্য বেড়েছে পাচারকারীদের। কুয়াশার চাদরে যখন ঢেকে যায় বন। তখনই একের পর এক গাছ সাফ করার কাজে হাত লাগায় পাচারকারীরা। বনকর্মীদের তৎপরতায় বৃহস্পতিবার বহুমুল্যবান কাঠ পাচার আটকে গেল। কালচিনি ব্লকের চিঞ্চুলা চা বাগান সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার অবৈধ কাঠ উদ্ধার করলো বনদফতর। এদিন গোপনসূত্রের খবরের ভিত্তিতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পানা ও পানা মোবাইল রেঞ্জের বনকর্মীরা অভিযান চালায়। রাস্তায় একটি গাড়িকে হঠাৎ দাঁড়িয়ে পড়তে দেখে সেদিকে ছুটে যায় তারা। যদিও ততক্ষণে গাড়ির চালক উধাও হয়ে গিয়েছে। এরপর ওই গাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধ টিক ও শাল লগ উদ্ধার করে বনকর্মীরা।
বনদফতর সূত্রে খবর, উদ্ধারকৃত লগের মধ্যে শাল ৫ টি এবং টিক ৮টি লগ রয়েছে। যার বাজার মূল্য ২ থেকে আড়াই লক্ষ টাকা বলে জানা যায়। রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়েছে গাড়িটিকে। কালচিনির পানা ও হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের অন্তর্গত এলাকাটি কাঠ পাচারের করিডোরে পরিণত হয়েছে।কখনও সাইকেল আবার কখনও গাড়ি করে কাঠ পাচার চলে। কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ এলাকা থেকে সম্প্রতি অবৈধ কাঠ সহ তিনটি সাইকেল উদ্ধার করলো বনদফতর। বক্সা ব্যাঘ্র প্রকল্পের পানা মোবাইল রেঞ্জের বনকর্মীরা অভিযান চালায় হ্যামিল্টনগঞ্জে।
আরও পড়ুনঃ নৃশংস ঘটনা! কাজ থেকে ফিরতে দেরি, স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে!
অবৈধ কাঠ সাইকেল উদ্ধার করে কয়েকজন ব্যক্তিকে আনতে দেখে বনকর্মীরা। সন্দেহ হওয়ায় জিঞ্জাসাবাদ করতে যেতেই সাইকেল ও কাঠ ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা। জানা যায় শাল ও সেগুন কাঠ উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত কাঠ ও সাইকেল নিয়ে যাওয়া হয়েছে রেঞ্জ অফিসে। সম্প্রতি চন্দন কাঠ পাচারের সময় হাতেনাতে গ্রেফতার এক ব্যক্তি। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার অন্তর্গত কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। পুস্পা ফিল্মের স্টাইলেই তবে এবার লাল চন্দন নয় ফিল্মি কায়দায় মারুতি ভ্যানে করে সাদা চন্দন পাচার করছিল দুষ্কৃতী ।
আরও পড়ুনঃ বন্ধ হয়ে যাওয়া বালিকা বিদ্যালয় এখন অসামাজিক কার্যকলাপের ডেরা! জানেই না শিক্ষা দফতর!
সেই খবর গোপন সূত্রে পেয়ে এএসআই প্রিয় রঞ্জন দে এর নেতৃত্বে পুলিশের একটি টিম গাড়ির পিছু ধাওয়া করে কামাখ্যাগুড়ির দেবেন বাবু চৌপতি এলাকা থেকে গাড়িটি বাজেয়াপ্ত করে পুলিশ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই ব্যক্তির নাম কাজল সরকার তার বাড়ি কুমারগ্রাম ব্লকের পাকড়িগুড়ি এলাকায়। কাঠগুলি অসম থেকে এ রাজ্যে হয়ে পাচার করা হচ্ছিল পুলিশের অনুমান । আবার বড়সড় সাফল্য আলিপুরদুয়ার জেলা পুলিশ । জানা গেছে মোট সাড়ে ১০ সিএফটি সাদা চন্দন কাঠ বাজেয়াপ্ত করা হয় যার বাজার মূল্য সাড়ে ১০ লক্ষ টাকা।
Annanya Dey
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alipurduar, Kalchini