আলিপুরদুয়ারের সলসলবাড়ির গঙ্গাবাড়ি মেলায় প্রতিবছর বিপুল জন সমাগম হয়। বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে স্নান করতে হাজার হাজার পুন্যার্থীর আগমন ঘটে এই মেলায়। ডুয়ার্সের ঐতিহ্যবাহী অষ্টমী মেলা হিসেবে চিহ্নিত সলসলাবাড়ির গঙ্গাবাড়ি মেলা। মেলা কমিটির সভাপতি নিখিল বর্মন জানান, এলাকার মানুষের আর্থিক সহযোগিতায় এই মেলা শুরু হয় ১৯৩৬ সালে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে তার বর্তমানে বিশাল আকার ধারণ করেছে। মেলায় লক্ষাধিক লোকের সমাগম হয়। জাতীয় সড়কের পাশেই এই মেলা অনুষ্ঠিত হয়। ফলে এদিন ব্যাপক যানজট হয় জাতীয় সড়কে।
advertisement
আরও পড়ুন: সাগরের এই পুরনো বাসন্তী পুজোর আকর্ষণ মানুষ ঠাকুর!
জেলার বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসেছেন মেলায়। এদিকে কালচিনি ব্লকের বিশ্বনাথ ঝোরা ঘাটেও গঙ্গা পুজো ও অন্নপূর্ণা পুজো উপলক্ষে বুধবার সকালে প্রচুর মানুষের সমাগম হয়। হ্যামিল্টনগঞ্জ ইয়ং বয়েজ ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর এই পুজোর আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা ছুটে আসেন।
অনন্যা দে