দক্ষিণ ২৪ পরগনা: সাগরের মহেন্দ্রগঞ্জ বাজারে চলছে বাসন্তী পুজো। গত ৬০ বছর ধরে এই পুজো চলে আসছে। এই পুজো ঘিরে এলাকার মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে উঠেছে।
সুন্দরবন এলাকার পুরোনো পুজোগুলির মধ্যে অন্যতম এই মহেন্দ্রগঞ্জ বাজারের বাসন্তী পুজো। দেশ স্বাধীন হওয়ার কিছু বছর পর স্থানীয়রা একজট হয়ে আস্তে কর এই পুজোর প্রচলন করেন। মূলত এলাকায় শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যে এই পুজোর সূচনা করেন তাঁরা। পরে এই পুজোর পরিচালন ভার হাতে নেন মহেন্দ্রগঞ্জ বাজার কমিটির সদস্যরা।
আরও পড়ুন: 'ভুয়ো' পুলিশ পরিচয় দিয়ে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারকে মারধোর! যদিও শেষ রক্ষা হল না
এই পুজোকে কেন্দ্র করে প্রতি বছর মেলা বসে এলাকায়। এই মেলায় নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দোকান থাকে। এই বছরের পুজোর বিশেষ আকর্ষণ মানুষ ঠাকুর। পুজোর সূচনায় এলাকায় একটি শোভাযাত্রা বের করা হয়। সেই শোভাযাত্রায় এই মানুষ ঠাকুর অংশগ্রহণ করে। বিভিন্ন ঠাকুরের রূপে সজ্জিত হয়ে অনেকেই এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। যা দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে এসেছিলেন। এই বিষয়ে পুজো কমিটির সভাপতি শ্রীপতি কুমার দাস জানান, এই মেলা এলাকার বড় মেলা। পুজো উপলক্ষেই মূলত এই মেলা আয়োজিত হয়। প্রতিবছর নতুন কিছু করার চেষ্টা করা হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি।
নবাব মল্লিক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Basanti Puja, Durga Puja, Fair, Sagar, South 24 Parganas news, Sundarban