বিদ্যালয়ের বারান্দা জলে ভেসে যাচ্ছে। এই ভেজা বারান্দা দিয়েই শ্রেণী কক্ষে প্রবেশ করতে এবং বাইরে বের হতে হচ্ছে খুদে পড়ুয়াদের।প্রায় প্রতিদিন এই বারান্দাতে অনেক পড়ুয়া চলতে গিয়ে পা পিছলে পরে আঘাত পেয়েছেন। এমনকি ছাউনিহীন বারান্দায় বসে বৃষ্টির মধ্যে ভিজে মিড ডে মিল খেতে দেখা গেল পড়ুয়াদের। যা নিয়ে ক্ষুব্ধ তাদের অভিভাবকরা।
advertisement
আরও পড়ুনঃ জয়গাঁ সংলগ্ন গোপাল বাহাদুরবস্তিতে হাতির প্রাণ বাঁচালেন এলাকাবাসীরা
তারা দ্রুত দাবি জানিয়েছেন স্কুল ভবন মেরামতের। নাহলে বাচ্চারা যে কোনো সময় বড় দুর্ঘটনার কবলে পড়বে। জলে ভিজে অসুস্থতার শিকার হতে পারে পড়ুয়ারা। তাই তারা জানিয়েছেন যদি প্রশাসন স্কুল বারান্দা মেরামতির কাজ না করে তবে গ্রামবাসীরা চাঁদা তুলে সারাই করার চিন্তা ভাবনা নেবেন।মিড ডে মিলের রাঁধুনীদের অসুবিধা হচ্ছে।
আরও পড়ুনঃ জয়ন্তীতে জলের তোড়ে ভেসে গিয়ে মৃত্যু হল এক এসএসবি জওয়ানের! উদ্ধার ২
খোলা ছাদে বারান্দায় রান্না করা কষ্টকর হয়ে উঠছে।বৃষ্টি বেশি হলে রান্না করা যাচ্ছেনা। এ প্রসঙ্গে জেলা প্রাথমিক সংসদের চেয়ারম্যান পরিতোষ বর্মন বলেন, বিদ্যালয়ের পরিস্থিতির বিষয়ে সরকারের কাছে লিখিত আবেদন জানান হয়েছে।টাকা এলেই কাজ শুরু হবে।
Annanya Dey