TRENDING:

Alipurduar News: কাঠ মাফিয়াদের ছক বানচাল! বনকর্মীদের তৎপরতায় উদ্ধার মূল্যবান শালকাঠ

Last Updated:

ফের বক্সা জঙ্গল থেকে কাঠ পাচারের আগে বনকর্মীদের ত‍ৎপরতায় তা রোধ হল। রেলব্রীজের নীচে কাঠ নিয়ে চলে গিয়েছিল পাচারকারীরা। কিন্তু শেষমেশ তারা তাদের উদ্দেশ্যে সফল হল না। বক্সা জঙ্গল থেকে গাছ কেটে নদীপথে পাচার করছিল পাচারকারীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : ফের বক্সা জঙ্গল থেকে কাঠ পাচারের আগে বনকর্মীদের ত‍ৎপরতায় তা রোধ হল। রেলব্রীজের নীচে কাঠ নিয়ে চলে গিয়েছিল পাচারকারীরা। কিন্তু শেষমেশ তারা তাদের উদ্দেশ্যে সফল হল না। বক্সা জঙ্গল থেকে গাছ কেটে নদীপথে পাচার করছিল পাচারকারীরা। বনকর্মীরা অভিযান চালিয়ে কাঠ পাচার রুখে দিল। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের কাঞ্চিবাজার এলাকা থেকে পিছু ধাওয়া করে রায়ডাক রেল ব্রীজ এলাকায় বিপুল পরিমাণে শাল কাঠ উদ্ধার করল কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ। রেল ব্রীজের নীচে চলে কাঠ মাফিয়া ও বনকর্মীদের মুল্যবান কাঠ নিয়ে দড়ি টানাটানি।
advertisement

যাতে জয়ী হয় বনদফতরের কর্মীরা। জানা গিয়েছে বক্সার জঙ্গল থেকে কাঠ মাফিয়ারা গাছের লগ কেটে নদীপথে পাচার করার উদ্দেশ্যে একত্রিত হয়েছিল। গোপন সুত্রে খবরের ভিত্তিতে পিছু ধাওয়া করে পরবর্তীতে রায়ডাক রেল ব্রীজ এলাকায় কাঠ গুলি বাজেয়াপ্ত করা হয়। এই বিষয়ে কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের রেঞ্জ অফিসার বলেন, প্রায় ৮০ সিএফটি শাল কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ২লক্ষ ৫০হাজার টাকা।

advertisement

আরও পড়ুনঃ নিমেশের 'ট্রি লাইব্রেরি' চালাতে সাহায্যের হাত বাড়াল প্রশাসন

গোটা ঘটনার তদন্ত শুরু করল বনদফতর। কাঠগুলি উদ্ধার করা গেলেও কাঠ মাফিয়াদের গ্রেফতার করা যায়নি। এলাকা ছেড়ে বাইরে তারা যায়নি বলে অনুমান বনদফতরের। ফের তারা কাঠ পাচারের চক্রান্ত তারা কষবেই। সুযোগ বুঝেই হাতেনাতে ধরা হবে তাদের। এর আগেও চন্দন কাঠ পাচারের সময় নদীপথ ব্যবহার করতে চেয়েছিল পাচারকারীরা। কিন্তু বনকর্মীদের তৎপরতায় তা রোধ করা সম্ভব হয়েছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: কাঠ মাফিয়াদের ছক বানচাল! বনকর্মীদের তৎপরতায় উদ্ধার মূল্যবান শালকাঠ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল