Alipurduar News: নিমেশের 'ট্রি লাইব্রেরি' চালাতে সাহায্যের হাত বাড়াল প্রশাসন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
Last Updated:
কালচিনির জনাকয়েক যুবকের ট্রি লাইব্রেরির উদ্দেশ্যকে সফল করতে সাহায্যের হাত বাড়ালেন আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার ও বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডিএফডি। কালচিনি ইউরোপীয়ন মাঠে আয়োজিত সানডে আর্ট হাটে এসে শিশুদের সঙ্গে মিশে গেলেন প্রশাসনিক কর্তারা।
#আলিপুরদুয়ার : কালচিনির জনাকয়েক যুবকের ট্রি লাইব্রেরির উদ্দেশ্যকে সফল করতে সাহায্যের হাত বাড়ালেন আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার ও বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডিএফডি। কালচিনি ইউরোপীয়ন মাঠে আয়োজিত সানডে আর্ট হাটে এসে শিশুদের সঙ্গে মিশে গেলেন প্রশাসনিক কর্তারা। জেলার দায়িত্ব ও বনের দায়িত্ব থেকে কয়েকঘন্টা ছুটি নিয়ে সানডে আর্ট হাটে পড়াশুনো ও গান নিয়ে সময় অতিবাহিত করলেন তারা। শিশুদের সঙ্গে কিছুটা সময় থাকলে ছেলেবেলায় ফিরে যান বড়রা। এই কথাটি সত্য হল সানডে আর্ট হাটে।
মাঠে বসে মাউথ অর্গান বাজালেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার, বই পড়লেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডিএফডি। শুনলেন শিশুদের গান। গ্রন্থাগারে পরিণত হয়েছে কালচিনি ইউপিয়ন মাঠের একটি গাছ, গাছের মধ্যেই তাক বানিয়ে রাখা হয়েছে অসংখ্য বই। আর এখানেই প্রতি রবিবার চা বাগানের ছেলে-মেয়েদের নিয়ে বসে আড্ডা। যেখানে পড়াশোনার পাশাপাশি গান, আর্ট, নাচও হয়। এক সময় মাঠের এই গাছের নিচেই বসত জুয়ার আসর। যার ফলে কুবার্তা পৌছাত এলাকার মানুষদের কাছে।
advertisement
আরও পড়ুনঃ কালচিনিতে প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য
এরপর এলকার বাসিন্দা ২৫ বছর বয়সী নিমেশ লামার এই সানডে আর্ট হাট তৈরির ধারণা পরিবর্তন আনে এলাকার পরিবেশে। এদিন এখানে এসে পৌঁছান বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডিএফডি ও আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী। নিমেশের এই উদ্যোগকে চালিয়ে যেতে তারা তার পাশে থাকার কথার জানিয়েছেন। মাঝেধ্যে সানডে আর্ট হাটে এসে শিশুদের সঙ্গে সময় অতিবাহিত করার ইচ্ছের কথা তারা জানিয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ উধৌলি উৎসবে নাচে-গানে মেতে উঠল ভুজেল জনজাতির মানুষেরা
এ বিষয়ে নিমেশ লামা বলেন, 'আমার এই ছোট উদ্যোগকে সকলেই সমর্থন করছে যা দেখে ভালো লাগছে। মূলত সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতেই এই সানডে আর্ট হাটের আয়জন। প্রশাসনিক কর্তাদের সাহায্য মিলবে এই অনেক আমাদের কাছে।" এই বিষয়ে আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান, "শিশু,কিশোরদের মধ্যে সুশিক্ষা পৌঁছে দিতে এই যুবকেরা যে উদ্যোগ গ্রহণ করেছে তা প্রশংসার যোগ্য।চা বলয়ে প্রতিভা রয়েছে প্রচুর।এই প্রতিভাদের যত্ন করলেই পরবর্তীতে তারা বিকাশ লাভ করবে।পুলিশের পক্ষ থেকে সবসময় সাহায্য করা হবে নিমেশ ও তার দলকে।"
advertisement
Annanya Dey
view commentsLocation :
First Published :
December 12, 2022 6:33 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: নিমেশের 'ট্রি লাইব্রেরি' চালাতে সাহায্যের হাত বাড়াল প্রশাসন