Alipurduar News: উধৌলি উৎসবে নাচে-গানে মেতে উঠল ভুজেল জনজাতির মানুষেরা
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
প্রকৃতির পুজোয় নিজেদের সামিল করলেন ভুজেল জনজাতির মানুষেরা।নাচে,গানে প্রকৃতিকে পুজো করে শীত কালকে স্বাগত জানাচ্ছেন তারা। সভ্য হওয়ার পর পেটের তাগিদে কৃষিকাজ করতে শুরু করে আদিম-মানুষ।
#আলিপুরদুয়ার : প্রকৃতির পুজোয় নিজেদের সামিল করলেন ভুজেল জনজাতির মানুষেরা।নাচে,গানে প্রকৃতিকে পুজো করে শীত কালকে স্বাগত জানাচ্ছেন তারা। সভ্য হওয়ার পর পেটের তাগিদে কৃষিকাজ করতে শুরু করে আদিম-মানুষ। তখন থেকেই জীবিকার জন্য প্রকৃতির ওপর নির্ভরশীল হয়ে পড়ে তারা। তখন তাদের কাছে ‘প্রকৃতি’ ভগবান। আকাশ, জল, আগুন, বায়ু আর মাটি তাদের দেবতা সেই আদিম কাল থেকে। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গিয়েছে। ‘ডিজিটাল টেকনোলজি’র যুগে প্রকৃতির ওপর নির্ভরতা অনেকটাই কমেছে চাষবাসের ক্ষেত্রে।
তবুও কিছু জনগোষ্ঠী এখনও প্রকৃতির মধ্যেই দেবতাকে খুঁজে পান। উত্তরবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে রয়েছে এমনি বেশ কিছু জাতি-উপজাতির মানুষ। তাদের মধ্যে ভুজেল জনজাতি অন্যতম। ডুয়ার্সের বিভিন্ন জায়গায় এই উপ-জনজাতির বসবাস। বছরে এই সময় তাঁরা পালন করেন ‘সকেলা’ উৎসব বা উধৌলি। শীতের সময় যখন ফসল ওঠে তখন হয় ‘সকেলা’ বা উধৌলি উৎসব আয়োজিত হয়।আরেকটি মতে বলা হয় এই পুজো করে গৃহপালিত পশুদের নিয়ে পাহাড় থেকে নীচে নেমে আসে ভুজেল জনজাতির মানুষেরা।
advertisement
আরও পড়ুনঃ প্রতীক্ষার অবসান! নর্দমা পরিস্কারের কাজ চলছে আলিপুরদুয়ারে
উধৌলি উৎসবটি হয় ফসল কাটার সময়ে। সেই সময় জল, বায়ু, আকাশ, মাটি আর আগুনের কাছে ভালো ফসল পাওয়ার জন্য পুজো নিবেদন করা হয়। এমনকি মাটির বুক চিরে ফসল কাটার ‘অপরাধে’ ক্ষমা চেয়ে নেওয়া হয় প্রকৃতির কাছে। সেই সঙ্গে ভগবান ‘প্রকৃতি’র কাছে তাদের প্রার্থনা মাটিতে যে সব কীটপতঙ্গ থাকে তাদের যেন কোনো ক্ষতি না হয়। আবার শীতের সময় প্রকৃতিরূপী সমস্ত দেবতাকে পুজো নিবেদন করা হয় ভালো ফসল পাওয়ার জন্য ‘ধন্যবাদ’ জানিয়ে পুজোটি হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ফের দুর্নীতির অভিযোগ! পরীক্ষা না দিয়েও আশাকর্মীর চাকরি এক মহিলার!
নিজস্ব সংকৃতির নাচে গানে ভরপুর হয়ে উঠেছিল পাহাড়ি গ্রাম দলসিংপাড়া। সেখানে গিয়ে দেখা যায় একটি গাছ তলায় পঞ্চ তত্বের পুজো চলছে। পাঁচটি মাটির ঢিবি বানিয়ে তাতে ফসল দিয়ে পুজো করা হয়। উৎপাদিত ফসলের একটি অংশ উৎসর্গ করা হয় দেবতাকে। ভুজেল জনজাতির মানুষেরা নিজেদের সাংস্কৃতিক পোশাক পরে এই পুজোয় অংশ নেন।
advertisement
Annanya Dey
view commentsLocation :
First Published :
December 10, 2022 6:51 PM IST