আরও পড়ুন: বাড়ির গোপন খাঁচা থেকে উদ্ধার জাতীয় পাখি! বাকিটা দেখুন
কালচিনি ব্লকের সাঁতালি এলাকার কৃষকেরা এই পুজোর আয়োজন করেন। এলাকায় লাগাতার হাতির হানায় দুশ্চিন্তা বেড়েছিল সকলের।ধান, মিষ্টি কুমড়ো, ভুট্টার ক্ষেত তছনছ করে দিচ্ছে হাতির দল। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল ঘেরা এই গ্রাম সাঁতালি। এখানে প্রতিনিয়ত হাতির হানায় ফসল ঘরে তুলতে পারছেন না কৃষকরা। এই হাতির হানা ঠেকাতে কৃষকরা এবার গণেশের শরণাপন্ন হয়েছেন। তাঁরা মনে করছেন, প্রভু গণেশকে সন্তুষ্ট করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।
advertisement
এই এলাকায় রয়েছে দেড়শো জন কৃষক। কারওর দু’বিঘা আবার কারওর পাঁচ বিঘা জমি আছে। সকলেই চাষ করেন। কিন্তু হাতির দৌরাত্ম্যে অর্ধেক ফসলও ঘরে তুলতে পাড়েন না। আগে হাতি আসত রাতের দিক করে। কিন্তু বর্তমানে দিনের বেলাতেও এলাকায় হানা দিচ্ছে হাতি। হাতিকে তুষ্ট করতে চাষের জমিতে গণেশ পুজো করেছেন কৃষক ভানু শর্মা। এমন ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে প্রায় একবছর ধরে জমিতে গণেশ পুজো করছি। এতে হাতির আসা বন্ধ না হলেও ফসল নষ্ট অনেকাংশই কমেছে। আমার মত আরও অনেকে করছে পুজো।
অনন্যা দে