TRENDING:

Alipurduar News: হাতির হানা থেকে ফসল বাঁচাতে গণপতি বাপ্পার শরণাপন্ন

Last Updated:

হাতির হানা থেকে চাষ করা ফসল বাঁচাতে এবার গণেশ পুজো করলেন কৃষকরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: হাতির আক্রমণের নাজেহাল জীবন। ঘরবাড়ি ভেঙে দেওয়ার পাশাপাশি জমির ফসল যখন তখন তছনছ করে দিচ্ছে দাঁতালরা। তাদের হাত থেকে বাঁচতে এবার গণেশ পুজো করল কালচিনির সাঁতালি এলাকার গ্রামবাসীরা। হাতিকে তুষ্ট করতে চাষের জমিতে আয়োজিত হল গণেশ পুজো।
advertisement

আরও পড়ুন: বাড়ির গোপন খাঁচা থেকে উদ্ধার জাতীয় পাখি! বাকিটা দেখুন

কালচিনি ব্লকের সাঁতালি এলাকার কৃষকেরা এই পুজোর আয়োজন করেন। এলাকায় লাগাতার হাতির হানায় দুশ্চিন্তা বেড়েছিল সকলের।ধান, মিষ্টি কুমড়ো, ভুট্টার ক্ষেত তছনছ করে দিচ্ছে হাতির দল। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল ঘেরা এই গ্রাম সাঁতালি। এখানে প্রতিনিয়ত হাতির হানায় ফসল ঘরে তুলতে পারছেন না কৃষকরা। এই হাতির হানা ঠেকাতে কৃষকরা এবার গণেশের শরণাপন্ন হয়েছেন। তাঁরা মনে করছেন, প্রভু গণেশকে সন্তুষ্ট করলেই সব সমস‍্যার সমাধান হয়ে যাবে।

advertisement

এই এলাকায় রয়েছে দেড়শো জন কৃষক। কারওর দু’বিঘা আবার কারওর পাঁচ বিঘা জমি আছে। সকলেই চাষ করেন। কিন্তু হাতির দৌরাত্ম্যে অর্ধেক ফসল‌ও ঘরে তুলতে পাড়েন না। আগে হাতি আসত রাতের দিক করে। কিন্তু বর্তমানে দিনের বেলাতেও এলাকায় হানা দিচ্ছে হাতি। হাতিকে তুষ্ট করতে চাষের জমিতে গণেশ পুজো করেছেন কৃষক ভানু শর্মা। এমন ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে প্রায় একবছর ধরে জমিতে গণেশ পুজো করছি। এতে হাতির আসা বন্ধ না হলেও ফসল নষ্ট অনেকাংশই কমেছে। আমার মত আরও অনেকে করছে পুজো।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: হাতির হানা থেকে ফসল বাঁচাতে গণপতি বাপ্পার শরণাপন্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল