TRENDING:

Alipurduar Durga Puja 2022 II আলিপুরদুয়ারের ঐতিহ্যবাহী দুর্গাবাড়ির পুজোয় মানুষের ঢল

Last Updated:

আলিপুরদুয়ারের ঐতিহ্যবাহী পুজো বলতে একনামেই পরিচিত দুর্গাবাড়ির পুজো। পুরনো প্রথা মেনে দেবীর পুজো হয়ে আসছে এখনও। আলিপুরদুয়ারের দুর্গা বাড়ির পুজো এবছর ১২৬ তম বর্ষে পদার্পণ করছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : আলিপুরদুয়ারের ঐতিহ্যবাহী পুজো বলতে একনামেই পরিচিত দুর্গাবাড়ির পুজো। পুরনো প্রথা মেনে দেবীর পুজো হয়ে আসছে এখনও। আলিপুরদুয়ারের দুর্গা বাড়ির পুজো এবছর ১২৬ তম বর্ষে পদার্পণ করছে। করোনা পরিস্থিতি কাটিয়ে এবছর পুজোয় দর্শনার্থীদের মন্দিরে প্রবেশের ক্ষেত্রে কোনও বাধা রাখা হবে না বলে পুজো কমিটির পক্ষ থেকে জানান হয়েছে। আলিপুরদুয়ার দুর্গাবাড়িতেই প্রতিমা নির্মাণ করা হয়। প্রথা মেনে আজও দেবীর পরনের শাড়ি আসে বেণারস থেকে। বর্তমানে প্রতিমা নির্মাণের কাজ চলছে।মহালয়ার ভোরে চক্ষুদান করা হবে দেবীর। মন্দিরের পুজো হলেও এই পুজোয় ভীড় বেশি লক্ষ্য করা যায় যুবক, যুবতীদের।
advertisement

সেসময় মন্দির প্রাঙ্গন হয়ে ওঠে আড্ডাখানা। পুজোর পাশাপাশি রঙীন যুবক, যুবতীদের হাসি, আড্ডা সব যেন মিলেমিশে উৎসবের মাত্রা আলাদা করে তোলে। মন্দির কমিটির সদস্যদের মতে পুজোর কটা দিন যদি একশ চল্লিশ জন কোনও একবেলা মন্দিরে আসেন। তার মধ্যে একশ জন থাকে যুবক,যুবতী। সকলেই যে আলিপুরদুয়ার শহরের বাসিন্দা এমন নয়। শহরের বাইরের ছেলে মেয়েরা চলে আসে এই মন্দিরে। করোনার কারণে গত দুবছর পুজোতে যুবক,যুবতীদের ভীড় না থাকায় ফ্যাকাশে মনে হয়েছিল পুজো।

advertisement

আরও পড়ুনঃ বিশ্ব উষ্ণায়ন রুখতে সচেতনতার বার্তা নিয়ে হাজির আলিপুরদুয়ারের পুজো কমিটি

সেসময় মন্দির কমিটির সদস্যরা সুরক্ষার্থে মন্দির চত্বর বাঁশের ব্যারিকেড দিয়ে গিরেছিলেন। এবারে এরকম কোনও ব্যাপার নেই। তাই দর্শনার্থীদের ভীড় মন্দিরে উপচে পড়বে বলে তারা আশাবাদী। আলিপুরদুয়ার দুর্গাবাড়ির পক্ষ থেকে জানা যায়, অষ্টমীর দিন অঞ্জলি দিতে দুর্গাবাড়িতে ৩০০০ এর বেশি মানুষ আসে । দশমীর দিন প্রায় ৫ হাজার বেশি মানুষের সমাগম হয়। অষ্টমীর ভোগ নিতে কাড়াকাড়ি পরে যায় বলে জানা যায়।

advertisement

আরও পড়ুনঃ কালো জগতের আলো, এই থিমেই মজেছে আলিপুরদুয়ারের দত্তপাড়া

দেবীকে দর্শনার্থীরা অষ্টমীতে সন্দেশ ভোগ দেন। এছাড়াও মন্দিরের পক্ষ থেকে দেবীকে খিচুড়ি,ভাজা সহ নানান ব্যঞ্জন নিবেদন করা হয়। মন্দির কমিটির পক্ষ থেকে এই ভোগ বিক্রি করা হয়। যা থেকে প্রায় দু'লক্ষ টাকা মন্দিরের কোষাগারে জমা হয়। অষ্টমীর অঞ্জলি সাত থেকে আটবার করিয়ে শেষ করা হয়। সন্ধ্যে বেলায় আরতি দেখতে ভীড় জমান দর্শনার্থীরা। দশমীর পর মন্দিরে বিজয়ার মিষ্টি মুখের আয়োজন করা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিয়ার ২০০, হুইস্কি ৩০০! বিদেশি মদের টানে সুরাপ্রেমীদের ভিড় জমছে বাংলার 'এই' জেলায়!
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar Durga Puja 2022 II আলিপুরদুয়ারের ঐতিহ্যবাহী দুর্গাবাড়ির পুজোয় মানুষের ঢল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল