Alipurduar Durga Puja 2022 II বিশ্ব উষ্ণায়ন রুখতে সচেতনতার বার্তা নিয়ে হাজির আলিপুরদুয়ারের পুজো কমিটি
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
বিশ্ব উষ্ণায়নের চিত্র দর্শনার্থীদের কাছে নিজেদের মণ্ডপসজ্জার মধ্য দিয়ে তুলে ধরল ফালাকাটার দেশবন্ধুপাড়া দুর্গোৎসব কমিটি। বিশ্ব উষ্ণায়ন দিন প্রতিদিন ভয়ঙ্কর আকার ধারণ করছে।
#আলিপুরদুয়ার : বিশ্ব উষ্ণায়নের চিত্র দর্শনার্থীদের কাছে নিজেদের মণ্ডপসজ্জার মধ্য দিয়ে তুলে ধরল ফালাকাটার দেশবন্ধুপাড়া দুর্গোৎসব কমিটি। বিশ্ব উষ্ণায়ন দিন প্রতিদিন ভয়ঙ্কর আকার ধারণ করছে। দর্শনার্থীদের কাছে বিশ্বের জন্য ক্ষতিকারক বিভিন্ন বস্তুর বর্জনের বার্তা দিতে চেয়েছেন পুজো কমিটির সদস্যরা। প্লাস্টিক ক্যারিব্যাগ পচনশীল না জেনেও। কিছু ভুল জনগণ করে বসেন। তার মধ্যে একটি প্লাস্টিক ব্যাগ যেখানে সেখানে ফেলে দেওয়া। এই প্লাস্টিক মাটির নীচে চাপা পড়ে যায় ঠিকই কিন্তু তা মিশে যায় না।
এর ফলে ভূপৃষ্ঠের ওপর প্লাস্টিকের আবরণ তৈরি হয়। যা ভেদ করে জল ওপরে উঠে আসতে পারবে না। যার ফলে জলকষ্টে ভুগতে হতে পারে জনগণকে। পুরো মণ্ডপটিতে দেখা যায় অসংখ্য কল। প্লাস্টিক বোতল দিয়ে মণ্ডপটি সাজানো হয়েছে। জলকষ্টের ফলে কি কি হতে পারে তার দেখা মিলবে মণ্ডপে। এমনকি এই মণ্ডপে দুর্গা মায়ের কোলে গণেশ দেবকে দেখা যাবে। কিন্তু দুজনের মুখে দেখা যাবে অক্সিজেন মাস্ক। জলকষ্টের ফলে অক্সিজেনের ঘাটতি হবে। যা বলা বাহুল্য।
advertisement
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারের ঐতিহ্যবাহী দুর্গাবাড়ির পুজোয় মানুষের ঢল
যার জন্য ভবিষ্যতে প্রত্যেকের মুখে দরকার হতে পারে অক্সিজেন মাস্কের। এছাড়াও দুর্গা মণ্ডপে দেখা যাবে সপরিবারে দেবী দুর্গাকে। এক্ষেত্রে তামাটে রঙ ব্যবহৃত হয়েছে দেবদেবীর অঙ্গে। পুজো কমিটির তরফে জানানো হয়েছে, প্লাস্টিক দিয়েই তার ক্ষয়ক্ষতি বোঝানো হচ্ছে জনগণকে। মণ্ডপ থেকে পরিবেশকে বাঁচানোর সঠিক উপায় সহজ করে বলার চেষ্টা করা হয়েছে। পরিবেশ রক্ষার থিম নিয়ে আগামীতেও কাজ করা হবে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
Annanya Dey
Location :
First Published :
October 03, 2022 12:50 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar Durga Puja 2022 II বিশ্ব উষ্ণায়ন রুখতে সচেতনতার বার্তা নিয়ে হাজির আলিপুরদুয়ারের পুজো কমিটি