হাতির আগমনের কথা শুনে কাজ বন্ধ করে দেন চা শ্রমিকরা। শনিবার সকালে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে চারটি বুনো হাতি কালচিনি চা বাগানে প্রবেশ করে । স্থানীয়রা খবর দেয় বনদফতরে। ঘটনাস্থলে বনদফতরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের হ্যামিল্টণগঞ্জ রেঞ্জ ও পানা রেঞ্জের বনকর্মীরা ও আধিকারিকেরা পৌছায় । বর্তমানে বুনো হাতির দল কালচিনি চা বাগানের ৫ নং সেকশন সংলগ্ন ঝোপঝাড়ে আশ্রয় নিয়েছে। ঘটনাস্থলে এখনও রয়েছেন বনকর্মীরা আছে । বনকর্মীরা বুনো হাতির দলটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে ।এদিকে আমজনতাকে বলা হচ্ছে যাতে কোনওভাবে উত্যক্ত না করা হয় হাতিদের। এতে বনকর্মীদের কাজে অসুবিধে হবে। কোনও কারণে হাতি ঝোপ পেড়িয়ে রাস্তায় চলে এলে ঘটতে পারে বড় দুর্ঘটনা।
advertisement
আরও পড়ুন: অভিষেকের সভার মাইকে শান্তিকুঞ্জের শান্তিভঙ্গ? মিটার হাতে মাপছে পুলিশ
আরও পড়ুন: অভিষেক-শুভেন্দুর মহারণ দুই পরিবারের লড়াই, ফের বিস্ফোরক দিলীপ
শীতের সকাল থেকে হাতির আগমনের এই ঘটনায় উত্তেজনা রয়েছে এলাকাজুড়ে।হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের অন্তর্গত জঙ্গলে হাতির দলের ডেরা রয়েছে বলে স্থানীয়দের অনুমান।মাঝে মধ্যেই এলাকায় হাতির আগমন হয়। সন্ধ্যে পড়তেই জঙ্গলের রাস্তা ধরে বাড়ি ফিরতে চাইছেন না এর ফলে অনেকেই।
এক স্থানীয় বাসিন্দা জানান, হ্যামিল্টনগঞ্জ, কালচিনি এলাকায় আসতে হলে মধু জঙ্গল পেরতে হয়। সম্প্রতি এক বাইক আরোহী জঙ্গল পাড় হওয়ার সময় রাস্তায় এক বুনো হাতি দেখেছিলেন। তাকে দেখে হাতিটি এগিয়ে আসতে কোনওরকম সেখান থেকে পালিয়ে প্রাণ বাঁচান তিনি।এলাকাবাসীদের দাবি জঙ্গলের পাশাপাশি এই রাস্তাটিতেও একবার নজর দেওয়া হক বন দফতরের তরফে।
Annanya Dey