এলকাবাসীরা আরও জানান, 'সম্প্রতি এই এলকায় দুজন ডেঙ্গিতেও আক্রান্ত হয়েছে। তাই আমরা চাই দ্রুত এই নর্দমা পরিষ্কার করা হক।' এ বিষয়ে উল্লেখ্য নিমতি চৌপথি এলাকার এই নর্দমার পাশেই রয়েছে একাধিক বাড়ি, দোকান ও বাজার। আর এই নর্দমা পরিষ্কার না হওয়ায় সমস্যায় পড়েছেন তারা।' এলাকার ব্যবসায়ীরা জানান, 'এই নর্দমার পাশেই দোকান দিয়ে থাকেন তারা। আর এই নর্দমার দুর্গন্ধে একাধিক সমস্যায় পড়তে হয়।
advertisement
আরও পড়ুনঃ চা বাগানের কিশোরীদের সুবিধার্থে মালঙ্গীতে চালু হল 'সেফ স্পেস'
এছাড়া পোকামাকড়ের উপদ্রব তো আছেই। মাঝে নর্দমা পরিষ্কারের কাজ শুরু হলেও, অজ্ঞাত কারণে তা বন্ধ হয়ে যায় এবং পুনরায় আর শুরু হয়নি।' এক এলাকাবাসী জানান, 'প্রায় ১০ বছর হয়ে গিয়েছে এই নর্দমা পরিষ্কার হয়না। বাড়িতে ছোট শিশু রয়েছে, এর কারনে রোগ ছড়াচ্ছে। আমাদের দাবি দ্রুত এই নর্দমা পরিষ্কার করা হক।'
আরও পড়ুনঃ গাছ কাটার বিরুদ্ধে সরব রাধারানী চা বাগানের শ্রমিকরা
পঞ্চায়েত সমিতির সদস্য ধর্মবীর ঝা জানান, 'দু-তিন মাস আগে এখানে নর্দমা পরিস্কারের কাজ শুরু হয়েছিল, তবে এলকারই কিছু মানুষ এসে তা আটকে দেয়। তাদের অভিযোগ নর্দমা সরু হচ্ছে, আর এটা সরু হলে তো নর্দমার জল যাওয়ার রাস্তা থাকবে না, তা এভাবেই এক জায়গায় আটকে থাকবে। এখন এই জল জমে থাকায় রোগ, দুর্গন্ধ ছড়াচ্ছে।প্রশাসনকেও এ বিষয়ে জানানো হয়েছে।'
Annanya Dey