চিকিৎসকরা বুঝতে পারেন সেটি টিউমারের আকার নিচ্ছে। অস্ত্রোপচার জরুরি হয়ে পড়ে। কিন্তু সেখানেও দেখা যায় সমস্যা। টিউমারটি ছুঁয়ে ফেলেছিল আন্ত্রিককে। অস্ত্রোপচার করলেই কেটে ফেলতে হবে আন্ত্রিকটি। কিন্তু সে স্থানে ভরাট করার স্টেপলার তাঁদের কাছে ছিল না। বিষয়টি হাসপাতাল সুপারকে জানাতে তিনি স্টেপলারের ব্যবস্থা করেন।
আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের, আহত তৃণমূল নেত্রী, বাঁকুড়ায় মর্মান্তিক ঘটনা
advertisement
আরও পড়ুন: ডাক্তারের বাড়ি থেকে উদ্ধার বোমা! চক্রান্ত করে ফাঁসানো নাকি অন্য কিছু? চাঞ্চল্য!
এরপর তিনজন শল্য চিকিৎসক ও নার্স সকলে মিলে সফলভাবে অমিত বাহাদুর রাইয়ে পেটে অস্ত্রোপচার করেন। বর্তমানে সুস্থ রয়েছেন অমিত। বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের সুপার ড. কৌশিক গড়াই বলেন, ‘‘আমরা এভাবেই এগিয়ে যাব। রোগী ও তাঁর পরিজনেরা আমাদের উপর বিশ্বাস রাখছেন। এটা আমাদের পাওনা। এটিই টিম ওয়ার্ক।’’
পেটে টিউমারের কথা শুনে মুষড়ে পড়েছিলেন রোগী অমিত বাহাদুর রাই। তিনি ভেবেছিলেন, আর হয়তো সুস্থ হবেন না। তবে চিকিৎসকদের প্রচেষ্টা দেখে আবার বাঁচার আশায় বুক বাঁধেন অমিত। চিকিৎসকদের তিনি ধন্যবাদ জানিয়েছেন এই জটিল অস্ত্রোপচার করে তাঁকে সুস্থতার পথে এনে দেওয়ার জন্য।
Annanya Dey