এদিকে ভোটের ফল প্রকাশের পর এলাকায় ফের অশান্তি ছড়িয়ে পড়বে না তো? প্রশ্ন সকলের মুখে মুখে। নিরাপত্তার অভাববোধ করছেন তারা। ভোটের পর যাতে হিংসা না ছড়িয়ে পরে তার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছেন সকলে।
আরও পড়ুন ঃ ছাতা মাথায় দিয়ে ভোটকেন্দ্রে এলেন আলিপুরদুয়ার জেলার ভোটাররা
কালচিনির বিধায়ক বিশাল লামা জানিয়েছেন ভোটের ফল প্রকাশের পর যাতে অশান্তি না ছড়ায় তার জন্য কালচিনির বিডিও-র কাছে অনুরোধ জানিয়েছেন তারা।
advertisement
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
July 10, 2023 3:52 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Election violence of Alipurduar: ভোটের পর অশান্তি থেকে নিস্তার পেতে কালচিনি বিডিও-র কাছে ব্লকবাসী