Panchayat Elections 2023: ছাতা মাথায় দিয়ে ভোটকেন্দ্রে এলেন আলিপুরদুয়ার জেলার ভোটাররা
- Reported by:ANNANYA DEY
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
বৃষ্টিকে উপেক্ষা করে ভোর ছ'টা থেকে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোট দিলেন ভোটাররা। বৃষ্টি চলছে রাত থেকে।
আলিপুরদুয়ারঃ বৃষ্টিকে উপেক্ষা করে ভোর ছ’টা থেকে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোট দিলেন ভোটাররা। বৃষ্টি চলছে রাত থেকে।
ছাতা মাথায় দিয়ে ভোট দিতে এলেন ভোটাররা। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন বুথ কেন্দ্রে আসতে শুরু করেছে ভোটাররা। সকাল সকাল ভোট দিয়ে বাকি কাজ সারতে চাইছেন একাংশ ভোটার। তাই সকাল থেকেই দেখা গিয়েছে ভোটারদের আনাগোনা ভোটকেন্দ্রগুলিতে। আলিপুরদুয়ার জেলায় মোট গ্রাম পঞ্চায়েত চৌষট্টিটা। আসন সংখ্যা এক হাজার একশ চুয়ান্ন। এক হাজার দুশো বারো বুথ (পোলিং স্টেশন)।
advertisement
এরমধ্যে প্রধান পোলিং স্টেশন এক হাজার একশ ছেষট্টি। অক্সিলারি পোলিং স্টেশন ছেচল্লিশ। পঞ্চায়েত সমিতি ছয়টি। আলিপুরদুয়ার এক, আলিপুরদুয়ার 2, কুমারগ্রাম, কালচিনি, মাদারিহাট, ফালাকাটা। মোট আসন একশ ঊননব্বই।
advertisement
জেলা পরিষদ হল আলিপুরদুয়ার জেলা পরিষদ। মোট আসন সংখ্যা আঠারটি। নির্বাচনের সকালে প্রতিটি বুথ কেন্দ্রে পৌঁছে যান প্রার্থীরা।ভোটকর্মীরা ভোটের আগের নিয়ম সেরে নির্দিষ্ট সময় ভোট শুরু করান।বৃষ্টিতে যাতে ভোটারদের সমস্যা না হয়, তার জন্য ত্রিপল টাঙানো হয়েছে ভোটকেন্দ্রের বাইরে।
advertisement
Annanya Dey
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 08, 2023 11:34 AM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Panchayat Elections 2023: ছাতা মাথায় দিয়ে ভোটকেন্দ্রে এলেন আলিপুরদুয়ার জেলার ভোটাররা










