Bengal Panchayat Election 2023: আসন ১, প্রার্থী ২৫...! ফালাকাটার 'এই' বুথ পঞ্চায়েতের চমক! কেন জানেন? শুনলে অবাক হয়ে যাবেন

Last Updated:

West Bengal Panchayat Election 2023: ফালাকাটার এক বুথে ভোট করাতে যাচ্ছেন একদল মহিলা।আসন একটি। কিন্তু ভোট প্রার্থী পঁচিশ জন।  ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ১২ নম্বর পঞ্চায়েত সমিতির আসনের চিত্র এমনটাই। 

+
ফালাকাটার

ফালাকাটার 'এই' বুথ পঞ্চায়েতের চমক!

আলিপুরদুয়ার: ফালাকাটার এক বুথে ভোট করাতে যাচ্ছেন একদল মহিলা। আসন একটি। কিন্তু ভোট প্রার্থী পঁচিশ জন। ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ১২ নম্বর পঞ্চায়েত সমিতির আসনের চিত্র এমনটাই। ২০২৩ সালের ত্রিস্ত্ররীয় পঞ্চায়েত নির্বাচনে মাত্র একটি আসনের জন্যে এত জন প্রার্থীর ভিড় রাজ্যে রেকর্ড বলেই দাবি আলিপুরদুয়ার জেলা প্রশাসনের। মনোনয়ন পত্রের চুড়ান্ত স্ক্রুটিনির শেষে একটি নির্দিষ্ট আসনের জন্য মোট পঁচিশ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি প্রকাশ্যে আসায় চোখ কপালে ওঠে প্রশাসনের।
পঁচিশ জন প্রার্থীর নাম একটি ব্যালটে ঠিক কী ভাবে ছাপা হবে, হলেই বা তার আকার কেমন হবে। তা নিয়ে রাতের ঘুম উড়েছিল জেলা পঞ্চায়েত নির্বাচন পরিচালন মন্ডলীর। তদন্তে ব্লক প্রশাসন জানতে পেরেছে যে, আদতে ওই নির্দিষ্ট পঞ্চায়েত সমিতির আসনটিতে ত্রিমুখী নির্বাচনী লড়াই হচ্ছে তৃণমূল কংগ্রেস, বিজেপি ও সিপিএমের মধ্যে।
advertisement
advertisement
প্রশ্ন উঠছে, তাহলে বাকি বাইশ জন প্রার্থীর রাজনৈতিক পরিচয়টা কী? ব্লক প্রশাসনের অভিযোগ, ওই নির্বাচনী ক্ষেত্রের একটি বড় অংশ জুড়ে রয়েছে জটেশ্বরের পাল পাড়া। ওই এলাকার অবসরপ্রাপ্ত হাইস্কুলের প্রধান শিক্ষকের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান রয়েছে। যে বিয়ের তারিখের সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ মিলে যায়। ব্লক প্রশাসনের অনুমান ওই বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই নির্বাচনী সংবিধানকে হাতিয়ার করেছে পাল বাড়ির সরকারি কর্মচারী ও শিক্ষকরা। তাতেই ব্যালট পেপার ছাপা নিয়ে তৈরি হয়েছে মারাত্মক জটিলতা।
advertisement
শেষে অবশ্য ওই ব্যালট পেপার ছাপার জটিলতা কাটানো গিয়েছে আলিপুরদুয়ারের একটি বেসরকারি প্রেসে। যার দৈর্ঘ্য হয়েছে ৪৭ সেন্টিমিটার ও প্রস্থ ৩৫ সেন্টিমিটার। পঞ্চায়েত নির্বচনের ঠিক আগের দিন সংশ্লিষ্ট বুথে ভোট গ্রহণের দায়িত্ব পড়েছে ছয় জন মহিলা ভোট কর্মীর উপর। ওই ঢাউশ ব্যালট সামলে নির্বিঘ্নে ভোট গ্রহণ করতে তাঁরা যে সফল হবেন তা আত্মবিশ্বাসে ও প্রত্যয়ের সঙ্গে ঘোষণা করেছেন তাঁরা।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Bengal Panchayat Election 2023: আসন ১, প্রার্থী ২৫...! ফালাকাটার 'এই' বুথ পঞ্চায়েতের চমক! কেন জানেন? শুনলে অবাক হয়ে যাবেন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement