কালচিনিতে এদিন ব্লক স্ব্যাস্থ আধিকারিকের গাড়ি আটকে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় আশা কর্মীরা। এই আশাকর্মী বন্দনা ব্যানার্জি জানান যা টাকা পাচ্ছি তা দিয়ে সংসার চলানো খুবই কষ্টকর হয়ে পড়েছে তাই আমাদের দাবী আমাদের বেতন বৃদ্ধি করতে হবে।
আরও পড়ুনঃ তোর্ষার ভাঙন অব্যাহত বীচ চা বাগান এলাকায়! আতঙ্কে এলাকাবাসীরা
advertisement
আশা কর্মী প্রতিমা লামা জানান আমরা যে উৎসাহ ভাতা পাই বিভিন্ন খাতে সেই ভাতা পূর্বে একসাথে দেওয়া হত কিন্ত এখন আট বারে প্রদান করা হচ্ছে আর দফতর থেকে টাকা কাটা হচ্ছে তার কারণ কাজ হয়নি। আমরা আমাদের যে দায়িত্ব তা ঠিকমত করে করছি পরবর্তীতে দেখা যাচ্ছে কারো ৫০ টাকা কারো ১০০ টাকা এই ভাবে টাকা ঢুকছে আ্যকাউণ্টে আমাদের দাবী আমাদের উৎসাহ ভাতে একবারে প্রদান করা হক।
আরও পড়ুনঃ বৃষ্টিতে জলমগ্ন কালচিনি ব্লক, জল বইছে রাস্তার ওপর দিয়ে!
আমাদের দাবি না মানলে আমরা আগামীতে লাগাতার আন্দোলন চালিয়ে যাবো।এই বিষয়ে ব্লক স্ব্যাস্থ আধিকারিক ডাঃ সুভাষ কুমার কর্মকার জানান আশাকর্মীদের যে দাবীপত্র দিয়েছে তা উদ্বৃতন কতৃপক্ষকে পাঠিয়ে দেব।
Annanya Dey