রবিবার ভোরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বুনো হাতি বেরিয়ে এলাকায় তাণ্ডব চালায়।বুনো হাতিটি এলাকার বাসিন্দাদের সুপরি বাগান তছনছ করে দেয়। এলাকার বাসিন্দা হীরা খাপাঙ্গি ও জুনু খাপাঙ্গির ঘর ভেঙ্গে দেয়।
আরও পড়ুন: শীতের আমেজে উত্তরবঙ্গের বাজার কাঁপাচ্ছে বিদেশি কমলা লেবু! দাম শুনলে অবাক হবেন
advertisement
আরও পড়ুন: সংঘাতিক এই প্রাণীর কামড়ে আহত ১০! আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা
অনেক কষ্টে জুনু খাপাঙ্গি একমাস আগেই পাকা ঘর তৈরি করেছিলেন। সেই ঘর পুরোপুরি ভেঙ্গে দেয় বুনো হাতিটি। এছাড়া একটি কাঁচা ঘর পুরোপুরি ভেঙ্গে দেয়। এই বিষয়ে জুনু খাপাঙ্গি জানান, “সুপারি বিক্রি করে টাকা জমিয়ে একটি পাকা ঘর তৈরি করেছিলাম। রোজ আসছে হাতি। যে ভয় পেয়েছিলাম সেটা হল। ঘর ভেঙে দিল।” বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা ঘটনাস্থলে আসেন পরিদর্শনে। ক্ষতিপূরণের বিষয়ে আশ্বাস দিয়েছেন তাঁরা।
Annanya Dey