TRENDING:

Inspiration: ক্যানসার রোগীর মুখে হাসি ফোটাতে পুজোর আগে লম্বা চুল বিসর্জন কিশোরীর

Last Updated:

Inspiration: ক্যানসার রোগীদের সাহায্যার্থে নিজের লম্বা চুল কেটে এক স্বেচ্ছাসেবী সংস্থাকে দিল আলিপুরদুয়ারের ছাত্রী সৃঞ্জিতা কর্মকার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনন্যা দে, আলিপুরদুয়ার: পুজোর আগে চুলের স্টাইল নিয়ে ভাবে কিশেরী থেকে তরুণী সকলেই। চুল বাহারি সাজে স্টাইলিশ করে তুলতে পছন্দ করেন সকলে। কিন্তু এমন সময়েই অন্য পথে পা মেলাল সৃঞ্জিতা।
advertisement

ক্যানসার রোগীদের সাহায্যার্থে নিজের লম্বা চুল কেটে এক স্বেচ্ছাসেবী সংস্থাকে দিল আলিপুরদুয়ারের ছাত্রী সৃঞ্জিতা কর্মকার। আলিপুরদুয়ারের এক স্কুল পড়ুয়া সে। আলিপুরদুয়ার চৌপথী সংলগ্ন এক বিউটি পার্লারে গিয়ে ১৪ ইঞ্চি লম্বা চুল কেটে ফেলে সৃঞ্জিতা কর্মকার। তার বয়স ১৫ বছর।

দশম শ্রেণির ছাত্রী সৃঞ্জিতা জানায়,”পুজোর আগে চুল কাটতে ভাল লাগছিল না। কিন্তু ভাবলাম ক্যানসার রোগীদের সাহায‍্য হবে। তাদের মধ‍্যে কারওর একজনের মুখে হাসি ফুটবে। তাই ৪ বছর ধরে চুল লম্বা করছিলাম। ক্যানসার রোগীদের মুখে হাসি ফুটবে ভেবেই আমি খুশি।”

advertisement

সৃঞ্জিতা আরও বলে, “আমি জানি ক্যানসার রোগীদের অনেক কষ্ট হয়। তাদের চুল পড়ে যায় রেডিয়েশনের সময়। তাই আমি আমার চুল দান করলাম। আশা করি, আমার চুল দিয়ে কোনও এক ক্যানসার রোগী একটু স্বস্তি পাবেন।”

View More

সেরা ভিডিও

আরও দেখুন
হাতেকলমে 'অন্নদাতার' পাঠ, ভাতের থালার পেছনের ১২০ দিনের লড়াই দেখল পড়ুয়ারা
আরও দেখুন

সৃঞ্জিতার এই উদ্যোগ অন্যান্যদের অনুপ্রাণিত করবে বলে আশা স্বেচ্ছাসেবী সংস্থার সদস‍্যদের। সংস্থার তরফে অনুপ চক্রবর্তী জানান, ‘‘আমরা চাই আরও অনেকে এগিয়ে এসে চুল দান করুক।তবে এই ছোট মেয়েটির ভাবনা সত‍্যি প্রশংসনীয়।এতটুকু বয়সে সমাজের জন‍্য কিছু করছে দেখে ভাল লাগছে।’’

advertisement

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Inspiration: ক্যানসার রোগীর মুখে হাসি ফোটাতে পুজোর আগে লম্বা চুল বিসর্জন কিশোরীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল