TRENDING:

Alipurduar News: ফের ট্রেনের ধাক্কায় মৃত্যু তিনটি হাতির, ঘটনায় অসুস্থ হয়ে পড়েন চালক!

Last Updated:

ফের বন‍্যপ্রাণের মৃত‍্যুর ঘটনা আলিপুরদুয়ারে।ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তিনটি হাতির। চাঞ্চল‍্য ছড়িয়েছে রাজাভাতখাওয়ায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: ফের বন‍্যপ্রাণের মৃত‍্যুর ঘটনা আলিপুরদুয়ারে।ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তিনটি হাতির। চাঞ্চল‍্য ছড়িয়েছে রাজাভাতখাওয়ায়। ডুয়ার্সের রাজাভাতখাওয়ার জঙ্গলে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিনটি হাতির। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে বনদফতর ও রেলওয়ের উচ্চ অধিকারীকরা আসে।
advertisement

সোমবার সকালে আলিপুরদুয়ার থেকে শিলিগুড়িগামী একটি পার্সেল ট্রেনের সামনে আচমকা একটি হাতির দল চলে আসে।সেই মুহুর্তে কিছু করে উঠতে পারেননি চালক। ট্রেনের ধাক্কায় ছিটকে যায় তিনটি হাতি।ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। যার মধ্যে একটি পূর্ণবয়স্ক একটি মাঝবয়সী হাতি ও একটি হস্তি শাবক ছিল। জঙ্গলের ভেতরেই রাখা হয়েছে হাতির দেহগুলি।

আরও পড়ুন: এবার পাহাড় যাওয়া হবে আরও সহজ! দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থা শীতের শুরুতেই পর্যটকদের দিল দারুণ উপহার

advertisement

আরও পড়ুন: কলকাতায় ফের খুনের ঘটনা! ধারালো অস্ত্র দিয়ে কোপ শরীর জুড়ে

বর্তমানে এই রুট দিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘটনার তদন্ত করছে রেল ও বন দফতর। হাতি তিনটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য পাঠান হবে। ঘটনায় ট্রেন চালক অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে স্থানীয়রা  আসেন। কিন্তু তাঁদের সরানর চেষ্টা চালাচ্ছে বনদফতরের কর্মীরা।

advertisement

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ফের ট্রেনের ধাক্কায় মৃত্যু তিনটি হাতির, ঘটনায় অসুস্থ হয়ে পড়েন চালক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল