সংঘর্ষের পর সাফারি গাড়িটি ডান দিকে সরে গিয়ে উল্টো দিক থেকে বাইক নিয়ে আসা দিনেশ লাখোটিয়াকে সরাসরি ধাক্কা দেয়। সাফারি গাড়িটি এশিয়ান হাইওয়ের ধারে একটি গর্তে গিয়ে উল্টে যায়। মাদারিহাট থানার পুলিশ জানালেন সাফারিটি বীরপাড়া থেকে রিজার্ভ নিয়ে কয়েকজন কালচিনিতে একটি শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছিলেন। সাফারির ভেতর থাকা শান্তি লামার বাঁ হাতটি ভেঙে গিয়েছে।
advertisement
মাদারিহাট গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ঋত্বিক সরকার জানান, দীনেশ লাখোটিয়া এবংশান্তি লামা দুজনের অবস্থাই খুব খারাপ। দুজনকেই রেফার করে দেওয়া হয়েছে আলিপুরদুয়ার হাসপাতালে।সেখানে দীনেশ লাখোটিয়ার মৃত্যু হয়। এই ঘটনার পর এলাকাবাসীরা ক্ষোভ উগড়ে দিয়েছেন।তাদের কথায় বাসগুলির বেপরোয়াভাবে চলে এই রাস্তা দিয়ে।যাত্রীরা হাত দেখালেই যখন তখন দাঁড়িয়ে যায়।
Annanya Dey
advertisement
Location :
First Published :
December 21, 2022 7:40 PM IST