রঙ আর তুলির ছোঁয়ায় সাজিয়ে তোলা হয়েছে ফালাকাটা ব্লকের জটেশ্বর বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয়। সুসজ্জিত বিদ্যালয় জ্ঞানের আলো বিকশিত হবে বলে দাবি শিক্ষকদের। রঙ তুলি দিয়ে মনীষীদের ছবি এঁকে সাজিয়ে তোলা হয়েছে বিদ্যালয়ের প্রবেশের মুখের দেওয়াল।সেখানে শোভা পাচ্ছে নানা মনীষীদের ছবি ও বাণী।
advertisement
এভাবেই রংতুলির আঁচড়ে সাজিয়ে এবং প্রয়োজনীয় শিক্ষার উপকরণ ব্যবহার করে স্কুলকে শিশুবান্ধব করার চেষ্টা করা হয়েছে। স্কুলের এই নতুন সজ্জা দেখতে উপস্থিত হয়েছিলেন ডিপিএসসি চেয়ারম্যান পরিতোষ বর্মন, সিএডিসির চেয়ারম্যান সুভাষ চন্দ্র রায়।
আরও পড়ুন- একটু শীতলতার খোঁজে চোখেমুখে জল ছিটিয়ে নিচ্ছে হাতি, ভিডিও ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া
বিদ্যালয়ের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলেই।বর্তমান যুগের শিশুরা অনেকেই পরিচিত নয় মনীষীদের বাণীর সঙ্গে। তাদের জ্ঞানের পরিধি বিকাশ করতে এই উদ্যোগ। মনিষীদের ছবি দেখেই তারা সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে বলে আশা রাখছে স্কুল কর্তৃপক্ষ।
Annanya Dey